সংকটে দেশ, জাতি হতাশ
লিখেছেন লিখেছেন আলিম রকস ০২ নভেম্বর, ২০১৩, ০৮:৩৩:৫৫ রাত
আমাদের দেশ আজ গভীর সংকটে আছে । বলতে পারেন এর কারণ কি ? তরুন সমাজের কাছে আমার প্রশ্ন রইলো পারলে জবাব দিবেন ।
বিরানি খাওয়ার জন্য শাহবাগিদের যে উৎপীড়ন জাতি সহ্য করেছে তা আর বলার নয়। তারপরেও বলছি- শাহবাগিরা নাকি দেশের স্বার্থে শাহবাগে জমেছে কই এখন যে বাকশাল কায়েমের গভীর ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল, কই শাহবাগিরা কই ?
বিরানি কি শেষ হয়ে গেছে ???
যুদ্ধাপরাধীদের বিচার না করলে নাকি জাতি কলঙ্ক মুক্ত হবে না, হে, হবে না, কিন্তু যুদ্ধাপরাধী বিচারের নামে যে প্রহশন আমরা দেখলাম এতেও জাতি কলঙ্ক মুক্ত হতে পারবে না ।
এটা ইতিহাসে লেখা থাকবে আজীবন ।
শাহবাগিরা নাকি অংকের দিন অংক, বাংলার দিন বাংলা পরীক্ষা দেয়!! কই বাবুরা তোমাদের অংক পরীক্ষা কি শেষ ।
; এখন তো বাংলা পরীক্ষার সময় হয়েছে বাংলা পরীক্ষা দিবা না ।
:D/এরকম ভাওতাবাজি আর কত ? অনেক তো হল দেশ এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কি এখন আর বিরানী ওয়ালাদের খেয়াল আছে ??
আসলে ওদের বলে লাভ নাই, দেশটা আমাদের সবার। ওরা তো উইড়া আইসা জুইড়া বইসে ।।
?তারা যেটা পারে না, আমরা সেটা পারি তা হল--- আহ্বান
আসুন সব কিছু ভুলে গিয়ে দেশটাকে সুন্দর করে গড়ি ।
বিষয়: রাজনীতি
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন