একি দেখিলাম মামা !!
লিখেছেন লিখেছেন আলিম রকস ২৭ অক্টোবর, ২০১৩, ০৯:১৮:২৪ রাত
বাসার সামনে সমানে ককটেল - পাথর- গুলি চলছে। পুলিশ
বনাম ১৮ দল। আয়োজন করে ক্যামেরা নিয়ে ছাদে চলে গেলাম।
গিয়ে দেখি ১৮ দলের একজনের হাতে একটা পিস্তল!
সে মিছিলের নেতৃত্ব দিচ্ছে। তার নাম দিলাম বিচ্ছু। পুলিশ ফাঁকা গুলি করতে করতে সামনে আসে।
এমন সময় বিচ্ছু সামনে গিয়ে অনেকটা গেরিলা স্টাইলে হাঁটু
ভেঙ্গে বসে পুলিশের দিকে পিস্তল তাক করে।
সাথে সাথে পুলিশ পেছনে দৌড় দেয়। আমি বেশ মজা পেলাম। বেশ কিছুক্ষন পর দেখি পুলিশ আবার গুলি করতে করতে সামনের দিকে এগোচ্ছে।
এমন সময় বিচ্ছু এসে আবার রাস্তায় বসে গিয়ে গুলি তাক করল। পুলিশ দিল দৌড়। এভাবে বেশ কিছুক্ষন। বিচ্ছুকে থামানো যাচ্ছে না।
সে কিছুক্ষন পর পর হাঁটু ভেঙ্গে বসে আমেরিকান
আর্মি স্টাইলে গুলি তাক করে আর পুলিশ দেয় দৌড়। কিন্তু সে শুধু গুলি তাক করে; গুলি করে না!!!
কিছুক্ষনের ভেতরে আমি বিচ্ছুর ফ্যান হয়ে গেলাম।
কারণ ক্যামেরা জুম করে দেখি বিচ্ছুর হাতে ঐটা আসলে পিস্তল না! একটা ছোট কালো ছাতা!
আমি তো অবাক!!! পুরাই পাংখা
বিষয়: রাজনীতি
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন