@@@@@ দুঃখ আমার @@@@@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ মার্চ, ২০১৬, ১০:৩৯:২২ রাত
দুঃখেতে মোর জীবন গড়া, দুঃখকে তাই পাইনা ভয়,
দুঃখ যত আসার আসুক, দুঃখ দিয়েই করব জয়৷
দুঃখ আমার খেলার সাথী, আঁধার ঘরে কূপির বাতি,
দুঃখ আমার শীতের কাঁথা, তারই তলে কাটাই রাতি৷
দুঃখ আমার মাথার ছাতা, আষাঢ় মাসে বাদল দিনে,
দুঃখ আমার চোখের আলো, চলতে শেখায় পথটি চিনে৷
দুঃখ আমার কলার ভেলা, ভাঁসিয়ে রাখে বান ভাঁসিতে,
দুঃখ আমার গানের কলি, সূর তোলে সে মন বাঁশীতে৷
দুঃখ আমার খেরো খাতা, হয় লেখা যা ঘটছে সবি,
দুঃখ আমার জীবন গাঁথা, ইউ টিউবে রঙ্গীন মুভি৷
দুঃখ আমার জীবন সাথী, গর্বীত হই তার কারণে,
দুঃখ আমায় সান্ত্বনা দেয়, কেউ না জানে আল্লাহ জানে৷
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ চাচাজান ।
(লাব নয় লাভ হবে৷)
আপনার কাব্যিক ছন্দে গাঁথা কষ্টের সুতীব্র গভীর অনুভূতিগুলো অমূল্য এক বিজয়গাঁথা স্বপ্নে অত্যন্ত হৃদয়স্পর্শী করে উপস্থাপিত করেছেন মাশাআল্লাহ।
মহান সৃষ্টিকর্তা আপনার সুললিত লিখনীকে আমাদের জন্য সর্বত উপজীব্য করুণ এটাই প্রত্যাশা। ভালো থাকুন খুব ভালো সকল মন্দ কষ্টগুলোকে আপন সৃষ্টিশীল শক্তি দিয়ে পরাজিত করে।
দুঃখ আমায় সান্ত্বনা দেয়, কেউ না জানে আল্লাহ জানে৷অনেক ধন্যবাদ
সত্যি
আল্লাহ সব জানেন
কতটুকু দুঃক্ষ আমি সইতে পারবো
তা হিসেব করে ই তিনি দুঃক্ষের সীমা বাধেন ,
এর প্রতিদান ও তিনি ইন সাহ আল্লাহ দিবেন ,
যদি আমরা শেষ পর্যন্ত ধর্য ধরে যেতে পারি..
ঐযে কথায় আছে না , "আল্লাহর মাইর আক্কেলের বাইর "
আমিন
মন্তব্য করতে লগইন করুন