Will bangladesh pass away in india ?
লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ১৪ মার্চ, ২০১৬, ১০:০৯:১০ রাত
শিরোনামটা কেমন যেন হয়ে গেল না?
না মোটেও কেমন যেন হয়নি, এখনি ভাবার সময় । নইলে পরে শুধু আফসোস করবেন এবং বলবেন হায়! কেন আমি আর কিছুদিন আগে সতর্ক হলাম না ।
কিছুক্ষন আগে এক ভারতীয় বন্ধুর সাথে ফেসবুকে চ্যাট করছিলাম, ও ভারতেই থাকে এবং আন্তর্জাতিক বিষয়ে ভালো জ্ঞান রাখে ।
কথা বলার এক পর্যায়ে আমাকে এই প্রশ্নটি করে বসল, Will bangladesh pass away in india ?
হয়তোবা এটা শুনে আপনার হাসি পাবে কিন্তু তখন আমার চোখে ভেসে উঠল স্বাধীন সিকিমের ছবি এবং বর্তমান সিকিমের অবস্থা ।
সেই সাথে লেন্দুপ দর্জির ইতিহাসটাও মনে পরে গেল ।
যারা লেন্দুপের নাম শুনেননি কিংবা তার ব্যাপারে ভালো করে জানেননা দয়া করে নেটে সার্চ দিন লেন্দুপ দর্জি নামে ।
তাহলেই তার সাথে বাংলাদেশের কিছু হর্তাকর্তার মিল পেয়ে যাবেন এবং নতুন করে ভাবতে শিখবেন ।
সময় বেশী নেই, এখনি চিন্তা করুণ, আপনি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু এই ভালো থাকাকে কি ভালো থাকা বলে?
বুকে হাত দিয়ে পারলে সত্যটা বলুনতো?
ভাবুন একটু চিন্তা করুন, আমাদের মুক্তিযোদ্ধারা কি এজন্যই দেশ স্বাধীন করেছিলেন?
আরেকটা দেশের করদ প্রজা হওয়ার জন্য কি তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন?
২ লক্ষ মা বোন কি এই বাংলাদেশের জন্যই নিজের স্বতীত্ব হায়েনার বুলেটে বিলিয়ে দিয়েছেন?
আজ কেন আমাদের এত ভারত নির্ভরশীল করে তোলা হচ্ছে?
সব জায়গাতে কেন ভারতীয়দের এত দাপট?
সীমান্তে কোন অধিকারে তারা পাখির মত হত্যা করছে?
তারা দেশ স্বাধীন করতে সাহায্য করছে বলে কি আজীবন তাদের গোলামী করে যেতে হবে?
খরায় শুকিয়ে মারা আর বর্ষায় ডুবিয়ে মারাই কি তাদের বন্ধুত্ব?
প্লিজ একটু ভাবুন, নিজে বাঁচুন সবাইকে বাঁচান, বাংলাদেশকে রক্ষা করুণ ।
বিষয়: রাজনীতি
১৩১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন