২০১৪ সালে পুরস্কারজয়ী কিছু ছবি- ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ২১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৫:৪১ সন্ধ্যা
১,আলাস্কার অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।
২,কলোরাডোর `মাউন্ট ইভান্স'-এর চূড়ায় একপাল পাহাড়ি ছাগল। পেছনেই বজ্রপাত হচ্ছে।
৩,নিউ ইয়র্ক রাজ্যে তোলা ছবিতে একটি পুরুষ 'স্নোয়ি আউল' দেখা যাচ্ছে।
৪,আলাস্কার ক্যাটমাই ন্যাশনাল পার্কে একটি বাদামি ভাল্লুক।
৫,যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা রাজ্যের অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।
৬,প্রক্সি জলপ্রপাত, ওরিগন, যুক্তরাষ্ট্র।
৭,যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অপরূপ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।
৮,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।
৯,ওয়াশিংটনে রাতের আকাশ।
১০, আলাস্কার কোন এক লেকের ছবি।
১১, মধ্যপ্রদেশ, ভারত। ২০১৪ সালের ন্যাশনাল জিওগ্রাফিক ফটো প্রতিযোগিতায় বিজয়ী একটি ছবি।
১২, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া।
১৩, তাঞ্জানিয়ার এক মরু অঞ্চল ।
সবশেষে যুক্তরাষ্টের একটা পার্কের ছবি দেখুন, স্যামুয়েল এইচ. বোর্ডম্যান স্টেট সেনিক করিডর নামে যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের সমুদ্রতীরবর্তী এ পার্কটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর পার্ক হিসেবেই অভিহিত করেন অনেকে।
এখানে যত ছবি দেয়া আছে, শেষের ছবিটি বাদে সবগুলো ছবিই কোন না কোন পুরষ্কার পেয়েছে।
সকল ছবির উৎস ইন্টারনেট।
এটাই আমার প্রথম ছবি ব্লগ, তাই সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিষয়: বিবিধ
২৬৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার আয়োজন মুগ্ধ করল!!
চাল লাগা ও ভালবাসা নিরন্তর......।
আপনাকেও এত্তগুলা ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন