২০১৪ সালে পুরস্কারজয়ী কিছু ছবি- ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ২১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৫:৪১ সন্ধ্যা



১,আলাস্কার অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।



২,কলোরাডোর `মাউন্ট ইভান্স'-এর চূড়ায় একপাল পাহাড়ি ছাগল। পেছনেই বজ্রপাত হচ্ছে।



৩,নিউ ইয়র্ক রাজ্যে তোলা ছবিতে একটি পুরুষ 'স্নোয়ি আউল' দেখা যাচ্ছে।



৪,আলাস্কার ক্যাটমাই ন্যাশনাল পার্কে একটি বাদামি ভাল্লুক।



৫,যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা রাজ্যের অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।



৬,প্রক্সি জলপ্রপাত, ওরিগন, যুক্তরাষ্ট্র।



৭,যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অপরূপ একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।



৮,যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি।



৯,ওয়াশিংটনে রাতের আকাশ।



১০, আলাস্কার কোন এক লেকের ছবি।



১১, মধ্যপ্রদেশ, ভারত। ২০১৪ সালের ন্যাশনাল জিওগ্রাফিক ফটো প্রতিযোগিতায় বিজয়ী একটি ছবি।



১২, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া।



১৩, তাঞ্জানিয়ার এক মরু অঞ্চল ।

সবশেষে যুক্তরাষ্টের একটা পার্কের ছবি দেখুন, স্যামুয়েল এইচ. বোর্ডম্যান স্টেট সেনিক করিডর নামে যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের সমুদ্রতীরবর্তী এ পার্কটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর পার্ক হিসেবেই অভিহিত করেন অনেকে।



এখানে যত ছবি দেয়া আছে, শেষের ছবিটি বাদে সবগুলো ছবিই কোন না কোন পুরষ্কার পেয়েছে।

সকল ছবির উৎস ইন্টারনেট।

এটাই আমার প্রথম ছবি ব্লগ, তাই সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিষয়: বিবিধ

২৬৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296277
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার ছবিগুলি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৮
239798
শরাফতুল্লাহ লিখেছেন : কষ্টকরে দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
296293
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
আবু আশফাক লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
240025
শরাফতুল্লাহ লিখেছেন : কস্ট করে দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
296303
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫১
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
240026
শরাফতুল্লাহ লিখেছেন : আপনাদের উৎসাহই আমাদের মত নবীনদের এগিয়ে যাওয়ার প্রেরনা।
296336
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৪৪
কাহাফ লিখেছেন :
চমৎকার আয়োজন মুগ্ধ করল!!
চাল লাগা ও ভালবাসা নিরন্তর......। Thumbs Up Thumbs Up Thumbs Up
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
240027
শরাফতুল্লাহ লিখেছেন : আপনাদের উৎসাহই আমাদের মত নবীনদের এগিয়ে যাওয়ার প্রেরনা।
আপনাকেও এত্তগুলা ধন্যবাদ।
296355
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
240028
শরাফতুল্লাহ লিখেছেন : ধন্যবাদ
296539
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।ভালো লাগলো Rose Good Luck
০২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
241888
শরাফতুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck
296832
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:০২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : চমৎকার! ছবিগুলি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ Thumbs Up Rose Rose Rose
০২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১০
241889
শরাফতুল্লাহ লিখেছেন : Winking
344838
০৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।





০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৩
286241
শরাফতুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File