রাষ্ট্রধর্ম বিতর্ক

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৫ মার্চ, ২০১৬, ১২:০৪:৫৮ রাত



বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।

আমাদের এই সোনার বাংলায় রাষ্ট্রধর্ম টা অনেকটা জাতিয় পাখির মত। আমাদের দেশের জাতিয় পাখি দোয়েল। কিন্তু দোয়েল নিজেও জানে না যে, সে আমাদের দেশের জাতিয় পাখি। এজন্য সে কোন রুপ সুবিধা পায় না। একই অবস্থা রাষ্ট্র ধর্মের। দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলাম এজন্য কোন রুপ প্রিভিলেজ পেয়েছে সেটা আমি অন্তত্য বুঝতে পারি নাই। কিংবা সনাতন বা বুদ্ধ ধর্ম রাষ্ট্র ধর্ম না এজন্য কোন তারা অসুবিধায় পড়েছে এমনটাও কখনও মনে হয়নি।

তাই ইসলাম রাষ্ট্র ধর্ম থাকলে বা না থাকলে কোন কিছু যায় বা আসে বলে আমার কাছে স্পষ্ট না।

তবে হ্যাঁ একটা অর্থনৈতিক ব্যাপার থাকতে পারে, আমাদের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এজন্য সুবিধা পাওয়া যায় কিনা জানি না, যেতেও পারে। এ বিষয়ে যারা যানেন তারা বলতে পারবেন।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362495
১৫ মার্চ ২০১৬ রাত ০১:০১
শেখের পোলা লিখেছেন : তাহলে এ বিষয় যেমন,জাতীয় ভাষা,জাতীয় পশু,জাতীয় ফল,জাতীয় ফুল,জাতীয় পাখি,জাতীয় কবি এ সবের কোনই প্রয়োজন নেই৷
তবে,ধর্মটিকে জাতীয় বা বিজাতীয় যাই বলেন এটাকে প্রাধান্য যে দিতেই হয়,আন্ততঃ যদি নিজেকে মুসলীম দাবী করি৷
১৮ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৩
300729
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনি যদি না জানেন জাতিয় ভাষা কেন দরকার তাহলে আপনার সাথে বাকিগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করার মানেই হয় না। একটু পড়াশোনা করেন। জাযাকাল্লাহ
362534
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৬
কুয়েত থেকে লিখেছেন : প্রতিটি মানুষ চায় তার নিজের বস্তুটি আকর্শনিয় হউক এবং সবার উপরে তার স্থান হউক। দুর্বলের স্থান সবসময় নিন্মেই থাকে এটাই সভাবিক। আমার প্রিয় আল্ ইসলাম সবার উপরেই থাকবে এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ
১৮ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৪
300730
চিলেকোঠার সেপাই লিখেছেন : তাহলে ভারতে ইসলাম নিচে আছে ঠিকই আছে (আপনার যুক্তিতে)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File