একাল ও সেকাল৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ মার্চ, ২০১৪, ০৮:৫৩:৩৫ রাত



একাল ও সেকাল

সেকেলেরা সেকাল নিয়ে গর্ব করে বলে,

আসবেনা আর দিনগুলি ফের যা গিয়েছে চলে।

স্বস্তি ছিল শান্তি ছিল, শ্রদ্ধা ভালবাসা,

ফল-ফষলে পূর্ণ ধরা, খাল বিলে মাছ ঠাসা।

সামনে খোলা আকাশ ছিল, দিগন্ত জোড়া মাঠ,

মাঠের পরে মাঠ ছিল আর গঞ্জে ছিল হাট।

ছায়া ঘেরা গ্রাম ছিল আর আম কাঁঠালের গাছ,

গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ।

খাল বিলেতে শাপলা শালুক, শোভা অপরূপ,

পানকৌড়ি ঘন ঘন দিত সেথায় ডুব।

পালের হাওয়ায় নৌকা বেঁধে ধরত মাঝি গান,

ভাটিয়ালী গানের মাঝে হারিয়ে যেত প্রান।

জোনাক জ্বলা আঁধার রাতে কূপীর বাতি জ্বেলে,

গাজী কালুর পুঁথি খানি কেউ ধরত মেলে।

শীতের রাতের পিঠা পুলি খেজুর গাছের রসে,

রাত পোহালে সাত সকালে পুবের দাওয়ায় বসে

হাডুডু আর ষাঁড়ের লড়াই,নৌকা বাইচ হলে,

সাত গ্রামের মানুষ যেত এক গ্রামে চলে।

বর্ষা শেষে পাট উঠত শীতের শেষে ধান,

কোষ্টা হত সোনালী আঁশ, রাখত দেশের মান।

বৌ আসত পালকি চড়ে কিংবা গরুর গাড়ী,

কেউবা আবার পানসী নিয়ে ধরত বিলে পাড়ি।

এ কাল এসে বললে বাপু, আমার কথা শোন,

যা কিছু সব গেছে চলে,তারে না আর টানো।

খালে বিলে নাইকো পানি, চিন্তা মোদের নাই,

স্যালো মেশিন চালিয়ে মোরা তিন গুনা ধান পাই।

ডিম মুরগীর যোগান মোদের পল্ট্রি হতে আসে,

গরু খাসী তাজা করণ খামার আছে পাশে।

দিনে দিনে বাড়ছে মানুষ, করতে হবে ঠাঁই,

বিল গুলো সব ভরাট করে উঠছে বাড়ী তাই।

বাড়ীর উপর বাড়ী করে দিচ্ছি আকাশ ঘিরে,

আকাশ টারে রাখছি ধরে ‘নভো থিয়েটারে’

বোতাম টিপে বাতি জ্বালাই, ফ্যানের বাতাস পাই,

ঘরকে করি ঠাণ্ডা গরম যখন যেমন চাই।

দেশ বিদেশে ঘুরছে মানুষ হাওয়াই জাহাজ চড়ে,

কামলা দিয়ে, পকেট ভরে, আনছে সোনা ঘরে।

কলের লাঙ্গল চালাই মোরা,নৌকা চলে কলে,

কলের গাড়ি সাজাই মোরা বউ আনতে হলে।

ডিস লাইনে যাত্রা পালা,মুঠো ফোনে কথা,

অন লাইনে পাঠাই চিঠি, যখন খুশী যেথা।

বোতাম টিপে আনতে পারি বিশ্বটারে কাছে,

সেকাল নিয়ে গর্ব করার কিইবা বাকী আছে!

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195428
২০ মার্চ ২০১৪ রাত ০৯:০৪
ফেরারী মন লিখেছেন : চমৎকার হয়েছে চমৎকার
২০ মার্চ ২০১৪ রাত ১১:২৪
145736
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় উৎসাহ পেলাম৷ ধন্যবাদ৷
195444
২০ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি তো একাল-সেকালের পুরো চিত্রটা তুলে এনেছেন। একালের সব কিছু যান্ত্রিক মনে হয়। আগের দিনগুলো মনে হয় বেশী শান্তির আর আনন্দের ছিল। অনেক কিছু দেখিনি। ভালো লাগলো কবিতাটা Thumbs Up Good Luck
২০ মার্চ ২০১৪ রাত ১১:২৬
145737
শেখের পোলা লিখেছেন : হাঁ ভাই তুলনা করলে তাই হয়৷ এখন আমরা যান্ত্রীক হচ্ছি এটাও ঠিক৷ ধন্যবাদ৷
195445
২০ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ অনেক সুন্দর Rose Good Luck Rose
২০ মার্চ ২০১৪ রাত ১১:২৭
145738
শেখের পোলা লিখেছেন : আন্ন্দ পোম সাথে উৎসাহ বাড়লো ধন্যবাদ
195454
২০ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
নীল জোছনা লিখেছেন : সুন্দর লিখেছেন ভালো লাগলো
২০ মার্চ ২০১৪ রাত ১১:২৭
145739
শেখের পোলা লিখেছেন : ভালো লাগায় ধন্য হলাম৷ আবার আসবেন৷
195456
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Happy Happy Happy
আহা...কি সুন্দর... Angel Angel Angel
Day Dreaming Day Dreaming Day Dreaming
২০ মার্চ ২০১৪ রাত ১১:২৯
145741
শেখের পোলা লিখেছেন : চক্ষু চড়কগাছ হবার মত কিছুই নেই আবোল তাবোল কথা মালা মাত্র৷ ধন্যবাদ৷
195472
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কাব্যের মাধ্যমে সেকাল ও একালের চিত্র ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৫১
145835
শেখের পোলা লিখেছেন : আপনার মত পারিনা৷ দোওয়া করবেন৷ ধন্যবাদ৷
২১ মার্চ ২০১৪ সকাল ১০:৫৬
145858
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার মত!!! আমারটা আপনার মত এত সুন্দর হয়না।
195612
২১ মার্চ ২০১৪ রাত ০৪:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলেই চমৎকার হয়ছে তবে আগেরগুলোর মত নয়।
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৫২
145836
শেখের পোলা লিখেছেন : আগেরগুলো আবার কোন গুলো! ধন্যবাদ৷ আবার আসবেন৷
196029
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫২
egypt12 লিখেছেন : অসাধারন লিখেছেন আসলেই একাল নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে Happy অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য Rose Rose Rose
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৪
146348
শেখের পোলা লিখেছেন : দুইকাল নিয়েই গর্ব করার আছে৷ তবে সেকালে হৃদ্যতা যতটা ছিল এ যান্তীক কালে তার অবশিষ্ট নাই বললেই চলে৷ সেকালে সচ্ছলতা ছিল যা একালে নেই, অবশ্য নেতা এমপি আমলারা এর মধ্যে পড়েনা৷ ওরা একালেই বেশী সচ্ছল৷ ধন্যবাদ পড়া আর মন্তবের জন্য৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File