বিখ্যাত মণিষীদের বিখ্যাত বাণি (পর্ব-২)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২০ মার্চ, ২০১৪, ০৯:১১:৪৭ রাত

বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর

৬. শাইখ আবদুর-রাহমান আস-সা’দী বলেন –

“বিয়ের জন্য মেয়ের বাবা মেয়েটির প্রতি জোর করতে পারবেন না, তার মা তাকে জোর করতে পারবেন না এমনকি যদিও তারা (বাবা এবং মা) দু’জনেই ছেলের দ্বীনদারীর ব্যাপারে সন্তুষ্ট হয়ে থাকেন। (আল মাজমু’আহ আস সা’দিয়াহ, ৭/৩৪৯)

৭. ইমাম আল-আউজা’ঈ ---

“যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দিবেন।”

[সিয়ার আ'লাম আন-নুবালা, ৭/১১৯]

৮. ইমাম মুহাম্মদ ইবনে শিহাব আয- যুহুরী বলেছেনঃ হাদিসের পুনঃচর্চা না থাকলে তা চলে যায়। ( সিয়ারু আলামিন নুবালাঃ ইমাম জাহাবী, ৫ম খণ্ড ৩৩৭ পৃষ্ঠা ) ।

৯. ইমাম রাবী বিন হাদী আল মাদখালী (মদিনা) বলেছেন, "নবি-রাসুল্গন যে সমস্ত ঐশী শিক্ষা নিয়ে আগমন করেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পূর্ণ ও প্রধান বিষয় ছিল 'তাওহীদুল ওলুহিয়্যাহ' ( একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা) এবং বাস্তবে এটাই ছিল ইসলামের শত্রুদের সাথে নবি-রাসুল্গনের সংঘাতের প্রধান ও মূল বিষয়।------- ( মিনহাজুল আম্বিয়াঃ ১১২ পৃষ্ঠা )

১০. ইবন হাজম বলেন,

"একজন মানুষের ধর্ম ও আল্লাহর প্রতি দুর্বল বিশ্বাসের ইঙ্গিত করে -তার এমন কিছু উপায় খোঁজা যা তার প্রবৃত্তির সাথে খাপ খায়।

(আল ইহকাম ৫/৬৩)

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195483
২০ মার্চ ২০১৪ রাত ১০:০৯
ফেরারী মন লিখেছেন : অনেক জ্ঞান অর্জন করলাম। ধন্যবাদ মাঝে মাঝে এরকম পোষ্ট দিয়েন।
195498
২০ মার্চ ২০১৪ রাত ১০:২৮
নীল জোছনা লিখেছেন : ৬. শাইখ আবদুর-রাহমান আস-সা’দী বলেন –

“বিয়ের জন্য মেয়ের বাবা মেয়েটির প্রতি জোর করতে পারবেন না, তার মা তাকে জোর করতে পারবেন না এমনকি যদিও তারা (বাবা এবং মা) দু’জনেই ছেলের দ্বীনদারীর ব্যাপারে সন্তুষ্ট হয়ে থাকেন। (আল মাজমু’আহ আস সা’দিয়াহ, ৭/৩৪৯
195528
২০ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
মাটিরলাঠি লিখেছেন : ইমাম আল-আউজা’ঈ ---

“যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দিবেন।”

[সিয়ার আ'লাম আন-নুবালা, ৭/১১৯]

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File