প্লেনে বসে এক নাস্তিকের সাথে এক ছোট মেয়ের কথোপকথন।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২৫ মার্চ, ২০১৪, ১১:২১:০১ সকাল



বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।

প্লেনে বসে এক নাস্তিকের সাথে এক ছোট মেয়ের কথোপকথন। নাস্তিক এসে মেয়েটির পাসে বসলো।বললো -আমি তোমার সাথে কথা বলে সময় পার করতে চাই। মেয়ে বললো- কি ব্যপারে কথা বলবো?? নাস্তিকটা চিন্তা করে বললো, আল্লাহ নেই,কোন জান্নাত জাহান্নাম নেই,মরণের পর কোন জীবন নাই এসব ব্যপারে কথা বললে কেমন হয় ? মেয়েটি বললো হ্যা এসব ব্যপারে কথা বলা যায় কিন্তু তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। মেয়েটি জিগেশ করলো যে-ঘোড়া,গরু এবং হরিণ একি জিনিসই খায় সেটা হলো ঘাশ। কিন্তু তার পরও হরিণের গু/পায়খানা হয় ক্ষুদ্র বড়ির মতো,যেখানে গরুর গু হয় প্যটিসের মতো আর ঘোড়ার গু হয় ঝাড় আকৃতির মতো।

তুমি কি আমাকে বলতে পারবা এ কেনো হয় ? নাস্তিকটা মেয়েটির মেধা দেখে অবাক হয়ে গেলো এবং বললো"হুম আমার কোন জ্ঞান নাই এই ব্যপারে"। মেয়েটি জবাবে বললো তোমার যেখানে গুএর ব্যপারে কথা বলারই জগ্যতা নেই তুমি সেখানে নিজেকে আল্লাহর ব্যপারে কথা বলার জন্য যোগ্য মনে করো কিভাবে ?

collected.

বিষয়: বিবিধ

৩৩৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197551
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
হতভাগা লিখেছেন : দারুন কালেকশন তো ! নাস্তিকটারে একেবারে সাইজ করে দিয়েছে ।

মানছি ভাই , না পড়লে চরম মিসাইতাম ।
197556
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
সুশীল লিখেছেন : Yahoo! Fighter Yahoo! Fighter Yawn Surprised
197570
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : Thank you for share
197583
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো
197586
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
সাত্তার কসাই লিখেছেন : অতি নিচু মানের জঘন্য রুচির পোস্ট।
আল্লাহ্‌ আছেন সেটা প্রমাণ করার কিছু নাই। উনি আছেন এবং সেটাই সবচেয়ে সত্য কথা। খামাখা নিজে নিজে হীনমন্যতায় ভুগে এইরকম বালছাল মার্কা পোস্ট দিয়ে কেন যে আপনারা মুড়ি খান বুঝি না। ধুর্বাল।।
ভোদাই কিছিমের মানুষ লইয়া প্রবলেম।
197600
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভাই কেন বিতর্ক বাঁডান?? আমাদের ক্ষতি আমরাই করছি!! ভাই আগে ইসলাম ভালো করে বুঝেন!! পরে তর্ক করেন!!
197612
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
ঈগল লিখেছেন : দুইজন পোস্টে খুশি হন নাই। কিন্তু আমি খুব হেসেছি। এখানে খারাপের কিছু দেখিনি।
197621
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো
197635
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
শফিউর রহমান লিখেছেন : সুন্দর পোষ্ট - শিক্ষণীয়।
কসাইদের মন্তব্যে হতদ্যোম হবার কোন কারণ নাই। এদের রূপ বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন। যখন যুক্তিতে পারে না তখন বলে, এটাতো সবাই জানে - বলার কিছু হলো? খেয়াল করলেই দেখতে পারবেন তাদের বিভিন্ন কমেন্টসগুলো কেমন।
১০
197675
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
নূর আল আমিন লিখেছেন : আবাল ছাবাল কসাইদের মন্তব্যে কিছু মনে করবেন অসাধারণ যুক্তি মুলকপোষ্ট চালিয়ে যান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File