প্রশ্ন: নাবালক সালাতের ইমামতি করতে পারবে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২৪ মার্চ, ২০১৪, ০৪:৪৪:৪২ বিকাল
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।
আমের {রা:} বলেন: আমার সম্প্রদায় দেখলো যে, আমি ছাড়া কুর'আন কারীমের জ্ঞান বেশী আর কার ও জানা নেই | সুতরাং তারা আমাকে আগে বাড়িয়ে দিলো | ঐসময় আমার বয়স ছিল ছয়,সাত |
{সহিহ বুখারী, সুনান আবী দাউদ, ও সুনান নাসায়ী}
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
যতটুক জানি সাধারনভাবে কম বয়সিদের ইমামতি জায়েজ নাই যদিনা বাকি সবাই অযোগ্য হয়। আমাদের জাতিয় কবি কাজী নজরুল ইসলামের জিবনেও প্রাইমারি ছাত্র থাকা অবস্থায় ইমামতি করার ঘটনা আছে। সে খানে তাদের পরিবারটি ছিল সবচেয়ে সম্ভ্রান্ত এবং সম্ভবত সে জায়গায় তখন আরকোন যোগ্য ব্যক্তি ছিলেননা।
মন্তব্য করতে লগইন করুন