সত্য-মিথ্যা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৮ নভেম্বর, ২০১৪, ০৬:১৪:৩২ সন্ধ্যা
মিথ্যার পরে মিথ্যা রেখে
মিছেই সাজাও মিথ্যাটাকে
মিথ্যায় গড় বসতবাড়ি
মিথ্যায় মোড় জীবনটাকে।
-
সত্যটাকে আড়াল করতে
মিথ্যাটাকে সৃষ্টি করো,
ঐমিথ্যাটাকে আড়াল দিতে
শত মিথ্যার মূলে ধর।
-
এভাবে মিথ্যাটাকে সৃষ্টি দিতে
শত সত্য ধ্বংস করো,
গোখরা সাপের ছোবল মেরে
সত্যটাকে হত্যা করো।
-
সত্য কথায় গা জ্বলে তাই-
তেলে-বেগুনে ঝলসে উঠো,
সত্যর ভয়ে ভেতর কাঁপে-
মিথ্যা রাখো হাতের মুঠো।
-
কিন্তু মিথ্যার নেই জানা হায়-
সত্যর কি শুভ্র শক্তি,
সত্যর অনলে মিথ্যা পুড়ে খাঁক
সত্যর হয় শেষে মুক্তি।
-
সত্যর নাউ দশবার ডুবে তবু-
একবার উঠবেই হেসে,
মিথ্যা সেতো খড়কুটার মতো-
সাগরে যাবে ভেসে।
-
সত্য যদি একবার জ্বলে-
হবে সূয্যের মতো দীপ্তমান,
মিথ্যা সেদিন পালাবে গহরে
মিথ্যার মান হবে ম্লান।
-
সত্য সেদিন সত্যিই গাইবে
সত্যর শুচী সাম্যগান,
মিথ্যার হবে ধ্বংস-বিনাশ
সত্যই রবে অনির্বান।
18-11-2014
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন