Never Stop Trying
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১০ নভেম্বর, ২০১৪, ০১:৩৩:৪১ দুপুর
Never Stop Trying - একটা অত্যন্ত পাওয়ারফুল একটি বাক্য। এই ইতিবাচক বাক্যটি অনেকের জীবন বদলে দিয়েছে। বিশ্বের অনেক সফল মানুষ আমাদের সামনে উদাহরন হয়ে আছে যারা এক সময় অত্যন্ত দরিদ্র জীবন যাপন করতেন কিন্তু Never Stop Trying এই বাক্যটিই তাদের ভাগ্যকে বদলে দিয়েছে।
সেদিন সফলতার 7P নামে এই রকম একটা ইতিবাচক পোষ্ট করেছিলাম। সেখানে এক সম্মানিত ভাই যথার্থই মন্তব্য করেছেন যে "পৃথিবীতে অসংখ্য মানুষদের মধ্যে দু'এক জন কে উদাহরণ হিসেবে পেশ করা নিজেকেই'মিথ্যা শান্তনা'দেয়া ছাড়া আর কী!" । আরে তাইতো ঠিকই তো বলেছেন, বর্তমান এই অস্থির বিশ্বায়ানের যুগে কি আর প্রতিযোগীতায় টিকে থেকে ষ্টিভ জবস/ডেলকার্নেগী/হেনরি ফোর্ড/আব্রাহাম লিংকন হওয়া সম্ভ্যব?
হ্যাঁ স্বীকার করে নিচ্ছি সফলতার চরম শিখরে উন্নীত হওয়া এই ধরনের সফল ব্যাক্তিদের মতো সফল পৃথিবীর সবাই হওয়া সম্ভ্যব না।
তাদের মতো সফল হতে পারবো না বলে কি আমরা হাত-পা গুটিয়ে বসে থাকবো? তাতে কি আমাদের ভাগ্যর কোন পরিবর্তন হবে? নাকি উত্তরোত্তর উন্নতির চেষ্টা অব্যহত রাখলে সফল হবার একটা সম্ভ্যাবনা থাকবে? হ্যাঁ, এবার ঠিক আন্দাজ করেছেন। সফলতার পথে চেষ্টা অব্যহত থাকলে হয়তো একদিন নিজ যোগ্যতা অনুপাতে সফল হবেন।
প্রত্যেকটা মানুষের ভেতরই একটি সৃষ্টিশীল মানুষ বাস করে। প্রয়োজন শুধু ইতিবাচক দৃষ্টিভঙি, সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম আর Never Stop Trying এর মানসিক শক্তি। গ্যারান্টি, আপনি আপনার অবস্থানে আপনার মেধা ও যোগ্যতা অনুপাতে সফল হবেনই।
১০/১১/২০১৪
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'প্রত্যেকটা মানুষের ভিতরেই একটি সৃষ্টিশীল মানুষ বাস করে....."
অমোঘ সত্য এই বিষয়টার সাথে হতাশাবাদী একজন হলেও, আমিও সহমত পোষণ করি!
তবে কথা হল...এর জন্যে ইতিবাচক দৃষ্টি ভংগি,সঠিক দিক নির্দেশনা,পরিশ্রম আর Never Stop Trying কিছু মাত্রা যোগ করতে পারে শুধু!ভূড়ি ভুড়ি উদাহরণ টানা যাবে এর সমর্থনে!
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন উদাহরণ!অর্থ-সম্পদ বিষয়েও দেয়া যাবে!
আপনার যৌক্তিক সুন্দর উপস্হাপনায় আমার বেহুদা প্যাচাল রেখে-আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান......
ভাইয়া আপনার কথা গুলোকে ১০০% সাপোর্ট দিলাম ।
এর জন্য তাকে কত নেতিবাচক কথা আর কটু মন্তব্য শুনতে হয়েছিলো। কিন্তু তিনি নিজের আত্মবিশ্বাস আর অধ্যবসায়ে অটুট ছিলেন। যার ফলশ্রুতিতে আজ প্রতিটি ঘর বিজলী বাতির আলোতে আলোকিত হচ্ছে।
একটি উপদেশ বাক্য শুনেছিলাম
"তোমাকে যদি রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ দেওয়া হয় তাহলে সেই কাজটা এমনভাবে কর যেন সেটা সেরা পরিস্কার রাস্তা হয় তাহলে কিন্তু তুমি পৃথিবির শ্রেষ্ঠ ঝাড়ুদার এর স্বিকৃতি পেয়ে যাবে"।
নিজের অবস্থানের শ্রেষ্ঠত্ব অর্জন ই সাফল্য।
কিন্তু কইঞ্চেন দেহি 'Never Stop Trying - একটা অত্যন্ত পাওয়ারফুল একটি শব্দ।' এর কোন শব্দটি পাওয়ারফুল, এইহানে তো শব্দ তিনখান দেখা যায়
যাক সে কথা, এখানে এই তিনটি শব্দের সমন্বেয়েই একটি পাওয়ারফুল বাক্য সৃষ্টি হয়েছে শব্দ নয়। আসলে লেখার সময় এই দিকটা খেয়াল ছিলনা। ধরিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। তবে যদি এই তিনটি শব্দের মধ্যে শক্তিশালী শব্দটি খুঁজতে বলেন তবে চেষ্টা শব্দটিকেই বাছাই করবো।
ধন্যবাদ আপু...
শব্দের জায়গায় বাক্য বসিয়ে দিলেই হয়। এমন কোন বড় ব্যাপার না। কিন্তু বড় বোনরা সবসময় চায় তাদের ভাইদের ত্রুটিমুক্ত দেখতে, সেজন্যই বলা
মন্তব্য করতে লগইন করুন