...প্রেমিকার প্রতি ঝগড়ার ফানপত্র...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫০:০২ দুপুর
হৃদয়গ্রাসী-মনহরনী,
আজ আর কোন পত্র-পিরিতি নয়, সোজা-সাপটা ঝগড়া হবে..ঝগড়া।ঝগড়া-ঝড়ের ঝাপটায় কোঁকড়ো কেশের ঝুটি ঝাঁকিয়ে ঝাঝাল হয়ে উঠার অগ্রিম প্রস্তুতি নিতে পারো।
আজ আর ছাড় নেই, ভালবাসার প্রাপ্তি-প্রদান নিয়ে চুল-ছেড়া বিশ্লেষনে তুমুল-তুখোড় যুক্তি-তর্কের ঝগড়া হবে..ঝগড়া।জানি তুমি চাইবেনা, তবু তোমার পা-তলা থেকে ব্রক্ষতালুর টাকে-ত্বকে জ্বালা ধরানো রাগের টগবগে আগুনে অনল হবার পূর্ব-প্রস্তুতি নিতেই পারো।
সামনে আর যা লিখেছি তা পড়বে না কিন্তু বলে দিলাম...হুঁ।আর যদি নিত্যান্তই অবাধ্য ললনার মতো পড়েই যাও তবে কিন্তু সোজা-সাপটা খবর আছে, এক্কেবারে কানের লতির নিচে(...) দিমু কইলাম...হুংকারের-হুঁ(নাকের নলে বাতাস ছেড়ে)।
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
0
0
0
0
0
0
আরে আরে করে কি...করে কি মেয়েটা।এ্যাঁই.এ্যাঁই..এ্যাঁই...বললাম না যে সামনে যা লিখেছি তা আর না পড়াতে? দেখ দেখি কি কান্ড এই মেয়ে এখনই নতুন স্বামীর কথা শোননা, পরে যে কি করবে উপরওলাই ভালো জানে।তোমারেই বা দোষ দেই কি কারনে বল, মা হাওয়াই তো বাবা আদমের নিষেধ শুনে নাই, ঠিকই গন্ধম গলায় পুরেছে।
যাক যা পড়ার পড়ছো, আর কিন্তু সামনে অগ্রসর হইয়োনা কইলাম, ঠিক আছে? আর এইবার যদি নিষেধ না শোন তাইলে কইলাম নলি-কাটা ঝগড়া হবে(মাস্তানি সদৃশ মৃদু হুমকি)।
0
0
0
0
0
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
0
0
0
0
0
0
বাব্বাহ! তুমি তো তাগড়া টাইপের মাইয়া হে...। এতো করে বললাম যে আর সামনে পড়ার দরকার নাই, তার পরেও পড়তাছ।আদম-হাওয়ার উদাহরনেও কাজ হইলোনা।আহহা! কিযে করি এই মেয়েটাকে নিয়ে।
মেয়েদের বহুত রাগের-রোগের মধ্যে এই একটা মজার রোগ আছে, "খালি খালি জিদ করা-অভিমানে গাল ফোলানো"। আইজ আর রাগ-রোগ কোন পাত্তা পাইবোনা, হুংকারের ফুৎকারে গগন কাঁপানো হবে।
আর যদি সামনে একটা লাইনও পড় তাইলে কিন্তু রাগের আগুন বসে রাখা কষ্টস্বাধ্য হয়ে যাবে। সুতরাং, নম্রতা-ভদ্রতার কোন গ্রাডুয়েট কোর্স করে দক্ষতার সাথে নিজেকে নিজ নিয়ন্ত্রন কর যাতে আর সামনে পড়তে না হয়...ওকে?
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
০
0
0
0
0
0
0
0
0
আরে আসলেই তুমি শেষতক পড়তেই আইছ! কোন বাধাই তোমাকে আটকাতে পারলো না?
আচ্ছা ঘেনকচু খেয়ে যেহেতু ঝগড়া করতে শেষঅব্ধি আইসাই পড়ছো তখন ধরে নিচ্ছি তোমার রাগের রেগোমিটার ফুলবলিয়মে আছে। তাই ঝগড়ার আগে একটা ছোট্ট গল্প বলতে চাই, (স্বামী স্ত্রী তুমুল ঝগড়া হচ্ছে...স্ত্রী হাতের কাছে যা পাচ্ছে তা ছুঁড়ে মারছে...স্বামী বেচারা ভয়ে খাটের নিচে কোণায় শুয়ে আছে...স্ত্রী রুটি বানাবার বেলুন হাতে নিয়ে স্বামীকে বের হতে বলছে...তো স্বামী বেচারা চিতকার করে বলছে তুমি এক্ষনি এখান থেকে যাও নয়তো আমি যা বলি তা কিন্তু করেছ ছাড়ি বুঝলে...স্ত্রী কর্কষকন্ঠে বলে কি বলবে তুমি শুনি...স্বামী বলে আমি কিছুতেই খাটের নীচ থেকে বের হবোনা এই আমি এক কথা বলে দিলাম)
=> ঝগড়া(?) নারে ভাই, আমি ঝগড়া-ঝাটির মধ্যে নাই।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজা পাইলাম বলে অনেক ধন্যবাদ ছড়িয়ে দিলাম।
আইডিয়াটা কেমন বইন, বালা না?
তবে এত তারাতারি নয়.....
ঝগড়া লাইফ শুরু!!!!
মন্তব্য করতে লগইন করুন