প্রথম বিয়ে করা শেষ
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৯:০৭ দুপুর
প্রিয় ব্লগার বন্ধুগন,
আস-সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অত্যন্ত আনন্দের সাথে শেয়ার করতে চাই পহেলা আগষ্ট দুই হাজার চৌদ্দ প্রথম বিবাহ সম্পন্ন করলাম।খুবই অল্প দিনের ছুটিতে (মাত্র ৩৭ দিন) দেশে গিয়েছিলাম ব্যাটে-বলে মিলে যাওয়ায় নোটিশ ছাড়াই ছক্কা হাঁকিয়ে ফেল্লাম। সময় মতো প্রিয় ব্লগারদের সংবাদটি জানাতে না পারায় আন্তরিক ক্ষমা ও দু:খ প্রকাশ করছি।
এবং
রবের দরবারে আপনাদের দোয়া কামনা করছি।
বিষয়: বিবিধ
১৬৩৮ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভ কামনার জন্য। ভাল থাকবেন কাহাফ ভাই।
অত্যন্ত আনন্দের সাথে শেয়ার করতে চাই পহেলা অক্টোবার দুই হাজার চৌদ্দ প্রথম বিবাহ সম্পন্ন করলাম ।
কি ভাবে ভাইয়া
পহেলা অক্টোবার দুই হাজার চৌদ্দ এখনো আসেনি ।
আপনার সুখী ও সুন্দর জীবনের কামনা রইল ।
শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
ছক্কা তো মারলেন, ভাল কথা । নিয়মিত মাঠে থাকবেন তো, নাকি বছর খানেক পর পর আসবেন ?
না হলে অন্য প্লেয়ার এসে জায়গা ছিনিয়ে নেবে ।
আশা করবো, এটিই প্রথম এবং এটি-ই শেষ।
আল্লাহ পাক আপনাদের দুজনকে আরো ১০০ বছর এভাবে এক সাথে রাখুন-আমীন।
অনেক অনেক শুভেচ্ছা।
বিয়ের তারিখ ভূল নাকি অন্য কিছু বুঝলামনা। মনে হয় আগষ্টে বিয়ে করেছেন। কারন অক্টোবার এখনও আসেনি। ধন্যবাদ। অভিনন্দন আপনাকে আমাদের এ ভেজাই্ল্যা জগতের সদস্য হবার জন্য।
দোয়া করবেন যেন আপনাদের মতোই দক্ষতার সাথে ভেজাল সরিয়ে সুখী হতে পারি।
ঘঠনা বুঝার চেষ্টা করতেছি । মাথায় ঢুকলে মন্তব্য করবো
ধন্যবাদ
নতুন ভাবি কে আমার সালাম দিবেন।
আর যাকে পেয়েছি তার গুনগুলো আমার পছন্দের ষোলকলা পূরন করেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তাকে নিয়ে যেন সুখী হতে পারি।
আর যাকে পেয়েছি তার গুনগুলো আমার পছন্দের ষোলকলা পূরন করেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তাকে নিয়ে যেন সুখী হতে পারি।
তবু উচিত ছিল কোন এক ফাঁকে ব্লগের প্রিয়জনদের জানানো। সেজন্য আপনি সহ সবার কাছেই আন্তরিক দু:খ প্রকাশ করছি।
আপু দোয়া করবেন রব যেন আমাদের নতুন সম্পর্কটাকে কবুল করে নেন।
(যদিও বিরানি পাই নাই)
তবে বিয়ের খুশিতে মনে হয় আপনি টাইম মেশিনে চড়ে ১লা অক্টোবর ২০১৪ সালে চলে গিয়েছেন!!!
আর প্রথম বিবাহ!!! নারিবাদিরা পাইলে ছাল ছাড়াইয়া নিবে।
দোয়া করছি যেনো আর এগুতে না হয়।
চীর কুমার সমিতি তে ভাঙন, এদিকে আমাগো লোকমান ভাই অবস্থা খারাপ।
পরিশেষে শুভ কামনা আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন