ছুটিতে দেশে যাচ্ছি

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৭ জুলাই, ২০১৪, ০৫:১৫:৪৪ বিকাল

প্রিয় ব্লগারবৃন্দ,

অত্যন্ত আনন্দের সাথে জানাতে ইচ্ছে করছে আজ দিবাগত রাতে দেশের উদ্যেশে উড়োজাহাজে চড়বো। বহুদিন পর পিতা-মাতা-পরিজনদের সাথে ঈদ করবো ভাবতেই পুলকিত হচ্ছি বারংবার। যেন নিরাপদ ভ্রমন অত:পর আনন্দময় ছুটি কাটাতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থী।

কাকতাতালীয় ভাবে ফাঁসির কাষ্টে (বিবাহ করা) ঝুলার একটা সম্ভ্যাবনা আছে। দোয়া চাই যেন মৃত্যু যন্ত্রনা (বিবাহ করার ক্ষন) কিছুটা হলেও প্রশমিত হয়।

দেশ থেকে ব্লগে চোখ রাখতে পারবো কিনা জানিনা তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

ভাল থাকুন, সুস্থ্য থাকুন জীবনের প্রতিটি মূহৃর্ত।

আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248773
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৯
এবেলা ওবেলা লিখেছেন : আপনার যাত্রার শুভ হোক এই কামনা করছি--
অপঠিক-ঝুলতে পারেন বললেন Worried Worried-- তাহলে এতদিন যাদের খুঁজেছেন Give Up Give Up এখানে ওখানে তাদের কি হবে ভাইয়া Music Music-- তাদের অনুমতি না নিয়ে এভাবে ঝুলে যাওয়া কি ঠিক হপে ভাইয়া- Unlucky Unlucky
248782
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৮
বাজলবী লিখেছেন : অাল্লাহ অাপনাকে নিরাপদে দেশে পৌঁছার তাওফিক দান করুক।ঈদের শুভেচ্ছা রইল।
248786
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাগতম!!! মৃতদের ভুবনে!
248810
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আশফাক ভাইয়া। আপনার একসাথে অনেক আনন্দ সংবাদে সত্যিই আনন্দ অনুভূত হচ্ছে। নিরাপদ ভ্রমণ এবং প্রিয়জনদের সান্নিধ্য সুখ আর আনন্দময় হোক দোয়া করি। সাথে ফাঁসি কাষ্ঠের মৃত্যু যন্ত্রণা স্বর্গসুখে পরিণত হোক এই কামনা রইলো। হবু ভাবীসহ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধাপূর্ণ ছালাম ও ঈদ মোবারক। Rose Rose Good Luck Rose Rose
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
193310
আবু সাইফ লিখেছেন : আমীন....Praying Good Luck

কুরিয়ারে অনেক কিছুই পাঠানো যায়- এ খবর তাঁর জানা থাকার কথাWaiting Waiting
249090
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪০
আফরা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম আশফাক ভাইয়া। আপনার একসাথে অনেক আনন্দ সংবাদে সত্যিই আনন্দ অনুভূত হচ্ছে। নিরাপদ ভ্রমণ এবং প্রিয়জনদের সান্নিধ্য সুখ আর আনন্দময় হোক দোয়া করি। সাথে ফাঁসি কাষ্ঠের মৃত্যু যন্ত্রণা স্বর্গসুখে পরিণত হোক এই কামনা রইলো। হবু ভাবীসহ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধাপূর্ণ ছালাম ও ঈদ মোবারক। Rose Rose এটাই আমার ও কথা ।


261613
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া ভাল আছেন ?আপনাকে অনলাইনে দেখা যাচ্ছে । মনে হয় দেশ থেকে ফিরেছেন । সব খবরা খবর জানিয়ে এবার একটা পোষ্ট দেন ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
205580
প্রবাসী আশরাফ লিখেছেন : হুম আজই দেশ থেকে ফেরত আসলাম।একটু দম নিয়ে বিস্তারিত লিখবো ভাবছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File