ছুটিতে দেশে যাচ্ছি
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৭ জুলাই, ২০১৪, ০৫:১৫:৪৪ বিকাল
প্রিয় ব্লগারবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানাতে ইচ্ছে করছে আজ দিবাগত রাতে দেশের উদ্যেশে উড়োজাহাজে চড়বো। বহুদিন পর পিতা-মাতা-পরিজনদের সাথে ঈদ করবো ভাবতেই পুলকিত হচ্ছি বারংবার। যেন নিরাপদ ভ্রমন অত:পর আনন্দময় ছুটি কাটাতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থী।
কাকতাতালীয় ভাবে ফাঁসির কাষ্টে (বিবাহ করা) ঝুলার একটা সম্ভ্যাবনা আছে। দোয়া চাই যেন মৃত্যু যন্ত্রনা (বিবাহ করার ক্ষন) কিছুটা হলেও প্রশমিত হয়।
দেশ থেকে ব্লগে চোখ রাখতে পারবো কিনা জানিনা তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন জীবনের প্রতিটি মূহৃর্ত।
আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপঠিক-ঝুলতে পারেন বললেন -- তাহলে এতদিন যাদের খুঁজেছেন এখানে ওখানে তাদের কি হবে ভাইয়া -- তাদের অনুমতি না নিয়ে এভাবে ঝুলে যাওয়া কি ঠিক হপে ভাইয়া-
কুরিয়ারে অনেক কিছুই পাঠানো যায়- এ খবর তাঁর জানা থাকার কথা
মন্তব্য করতে লগইন করুন