মনের মাঝে রং লেগেছে

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৪ জুলাই, ২০১৪, ১২:৪৯:২৮ দুপুর



মনের মাঝে রং লেগেছে

সঙ সেজেছি হইহই

ভালবাসার মন পেয়েছি

চিত্ত নাচে তা-থৈথৈ।

.

ভাববো কথা বলবো তাকে

কেশের গন্ধ নেবো ঐ

সত্তা দিয়ে বাসবো ভাল

দেখবো তাহার মনটা কৈ?

.

দিলে গায়ে দিল ঠেকেছে

মনটা উদাস হলো ঐ

দিল দিয়ে সব করবো জয়

ভালবাসায় অলস নই।

.

আহা! আজি-

মনের মাঝে রং লেগেছে

সঙ সেজেছি হইহই

ভালবাসার মন পেয়েছি

চিত্ত নাচে তা-থৈথৈ।

১৪.০৭.২০১৪

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244609
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৫
190051
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ
244613
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৩
আমি মুসাফির লিখেছেন : কিছু একটার স্নধান পেয়েছেন মনে হয় বা কোন কিছু পাবার আশা আছে যার জন্য মনের মাঝে এমন অবস্থা হয়েছে।
১৪ জুলাই ২০১৪ দুপুর ০১:০১
190041
প্রবাসী আশরাফ লিখেছেন :
হুমম...ঠিক ধরেছেন
ঠিক বলেছেন মুসাফির
কিছু পাবার আশায় আছি
তাইতো মনে খুশির ভীর।
244617
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
অজানা পথিক লিখেছেন :
ভালোবাসার সদল মনে হাসুক সবাই হৈ হৈ
কেশের ঘ্রাণে চিত্ত সবার যাক নেচে যাক থৈ থৈ
১৪ জুলাই ২০১৪ দুপুর ০১:০৩
190042
প্রবাসী আশরাফ লিখেছেন :
আহাহা!
ভালবাসার রং লেগেছে
বন্ধুরা সব গেল কৈ?
মনান্দনে নাচছে সবাই
তালে তালে তা-থৈথৈ।
244625
১৪ জুলাই ২০১৪ দুপুর ০১:১৯
আব্দুল গাফফার লিখেছেন : লাইক , Rose Rose
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৬
190053
প্রবাসী আশরাফ লিখেছেন : শুভেচ্ছা রইলো
244627
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:০৬
হারানো ওয়াছিম লিখেছেন : ভালো লাগলো ছড়াটি।
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৬
190052
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ
246341
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
আফরা লিখেছেন : ভাইয়া আপনার আগামি দিন গুলি সুন্দর,সুখে,আনন্দে ভরা থাকুক এই কামনা রইল ।
২৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৫
193124
প্রবাসী আশরাফ লিখেছেন : শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি সুন্দর মনের খুঁজে হন্য ছিলাম। পরিবারের প্রচেষ্টায় হয়তো পেয়েছি। আল্লাহ চাহেন তো দেশে গিয়ে মনটাকে আপন করে নেবো। দোয়া কইরো গো বইন।
246348
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া যাকে ভালবাসেন সে আপনার ঘরণী হলে সুখি হবে এটা আমি হলফ করে বলতে পারি -- আপনার এই ছন্দময় লেখা পড়ে--

অপঠিক - আমার মনে হয় আপনি এখনও বিয়ে করেন নাই -- তাই এভাবে কমেন্ট করেছি -- বিয়ে করলে ওভাবে বলার জন্য কিছু মনে করবেন না ভাইয়া--
২৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৭
193125
প্রবাসী আশরাফ লিখেছেন : এবেলায় ওবেলায় হন্য হয়ে অনেক খুঁজেছি, অবশেষে পেয়েছি ভালবাসার আকাশ সম একটি মন। ঐ মনের গায়ে রং লাগাতে আজই উড়োজাহাজে উড়াল দেবো দেশের তটে। দোয়া কইরেন যেন মনটাকে আপন করে নিতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File