মনের মাঝে রং লেগেছে
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৪ জুলাই, ২০১৪, ১২:৪৯:২৮ দুপুর
মনের মাঝে রং লেগেছে
সঙ সেজেছি হইহই
ভালবাসার মন পেয়েছি
চিত্ত নাচে তা-থৈথৈ।
.
ভাববো কথা বলবো তাকে
কেশের গন্ধ নেবো ঐ
সত্তা দিয়ে বাসবো ভাল
দেখবো তাহার মনটা কৈ?
.
দিলে গায়ে দিল ঠেকেছে
মনটা উদাস হলো ঐ
দিল দিয়ে সব করবো জয়
ভালবাসায় অলস নই।
.
আহা! আজি-
মনের মাঝে রং লেগেছে
সঙ সেজেছি হইহই
ভালবাসার মন পেয়েছি
চিত্ত নাচে তা-থৈথৈ।
১৪.০৭.২০১৪
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমম...ঠিক ধরেছেন
ঠিক বলেছেন মুসাফির
কিছু পাবার আশায় আছি
তাইতো মনে খুশির ভীর।
ভালোবাসার সদল মনে হাসুক সবাই হৈ হৈ
কেশের ঘ্রাণে চিত্ত সবার যাক নেচে যাক থৈ থৈ
আহাহা!
ভালবাসার রং লেগেছে
বন্ধুরা সব গেল কৈ?
মনান্দনে নাচছে সবাই
তালে তালে তা-থৈথৈ।
মন্তব্য করতে লগইন করুন