...লাশ...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৮ মে, ২০১৪, ০২:০৫:৫০ দুপুর
লাশ আর লাশ
শত শত লাশ
লাশের উপর লাশ
চারদিকে শুধু লাশ আর লাশ ।
.
র্যাব-পুলিশের গুলিতে নিরহ লাশ
ভুল বিচারে ফাঁসিতে ঝুলন্ত লাশ
সন্ত্রাসীর ত্রাসে তরুনের গলন্ত লাশ
টেন্ডারের তান্ডবে রক্তাক্ত লাশ
.
রাজনৈতিক দন্দে গুম করা লাশ
লগি-বৈঠায় পিটিয়ে জীবন্ত লাশ
হাত-পায়ের রগ কেটে রক্তশূন্য লাশ
সীমান্তে কাঁটাতারে ঝুলন্ত লাশ
.
ধর্ষনের লজ্জায় ফাঁস-বিষে বোনের লাশ
ইভটিজিংয়ের ছোবলে কিশোরীর লাশ
জলন্ত এসিডে দগ্ধ কথিত প্রেমিকার লাশ
পরকীয়ায় মগ্ন মায়ের হাতে মেয়ের লাশ
.
সম্পত্তির দন্দে ভাইয়ের হাতে ভাই লাশ
উগ্র পিতার হিংস্র থাবায় সন্তানের লাশ
মাদকাসক্ত সন্তানের হাতে মায়ের লাশ
মত বিরোধে বন্ধুর হাতে বন্ধুর লাশ
.
সড়ক দূর্ঘটনায় সাধারন যাত্রীর লাশ
নৌ-ডুবতে বাবা-ছেলে মিলে লাশ
বাস-ট্রেনে অগ্নিদগ্ধে নিরহ যাত্রীর লাশ
লক্কর-ঝক্কর বিমান ধ্বংসে পোড়া লাশ
.
ভেজাল খাবারে ধীরে ধীরে হয় লাশ
ভেজাল অসুধে রোগী মরে হয় লাশ
কষাইয়ের ভুল চিকিৎসায় নিথর লাশ
লোভ দেখিয়ে অঙ্গ বেঁচে করে লাশ
.
চারদিকে শুধু লাশ আর লাশ
লাশের উপর লাশ
শত শত লাশ
লাশ আর লাশ
বি:দ্র: একদিন আমাদের সবাইকে এই ধরার মায়ার বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে...তবে কবিতায় বর্ণিত এরুপ অস্বাবাভিক পন্থায় লাশ হতে চাইনা...স্বাভাবিক কারনে লাশ হতে দ্বিধা নেই...আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই...
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন রবের দরবারে দোয়া ছাড়া কিছুই যেন করার নেই আধমরাদের।
লাশের উপর লাশ
শত শত লাশ
লাশ আর লাশ
মন্তব্য করতে লগইন করুন