Rose...আজই টুডে ব্লগে লেখার অনুমতি পেলাম... Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০১:৪৯ দুপুর

প্রিয় ব্লগারবৃন্দ,

আস-সালামুআলাইকু ওয়া রাহমাতুল্লাহ, ওয়া বারাকাতুল্লাহ,

আলহামদুলিল্লাহ, আজই প্রথম টুডে ব্লগে লেখার অনুমতি পেলাম...একটি ব্লগ বন্ধ করে দেবার পর অনেকটা দিশেহারা হয়ে গিয়েছিলাম...প্রচলিত ব্লগগুলোতে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে তা নিয়ে আমি দ্বিধান্বিত...স্বাধীন মত প্রকাশের জন্য এক প্লাটফ্রম খুঁজতেছিলাম..টুডে ব্লগের খুঁজ পেলাম...যদিও ব্লগার লোকমান ভাই আগেই আমাকে এই ব্লগ/ম্যাগাজিনের কথা বলেছিল কিন্তু আমি কেন জানি সেই ব্লগ ছাড়া অন্য ব্লগে স্বাচ্ছন্দ বোধ করতামনা...কিন্তু বিধি বাম, কোন এক অপশক্তির পায়তারিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্লগটি বন্ধ করে দেওয়া হলো...আমি ব্যাক্তিগত ভাবে এর তীব্র নিন্দা জানাই...

অত:পর টুডে ব্লগের মডারেটরদের জানাই আন্তরিক ধন্যবাদ আমাকে ব্লগিং এর সুযোগ করে দেবার জন্য...অনুরোধ করবো কঠোর ভাবে ব্লগের মান ও পরিবেশ বজায় রাখুন...গ্যারান্টি দিলাম আপনারাই একদিন ব্লগিং জগতের অগ্রগন্য হবেন শীগ্রই...আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা...বন্ধুর পথেও আপনাদের পথ চলা হোক নির্ভিক রবের দরবারে প্রার্থনা রইলো...

সবাইকে মিষ্টি মুখ করে টুডে ব্লগে আমার ব্লগিং শুরু করছি...



বিষয়: বিবিধ

১৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File