...দৈনিক ৭৫ মিনিট...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ৩০ জুন, ২০১৩, ০৮:২৩:৫৯ রাত
আধুনিক যান্ত্রিকতার যুগে আমরা সবাই ব্যাস্ত...সবাই যে যার কাজে ছুটছি...কেউ ব্যাবসার কাজে ছুটছি, কেউ চাকরি করতে ছুটছি, কেউ ক্যারিয়ার গঠনে ছুটছি, সবাই শুধু অর্থের পেছনে ছুটছি, সময়ের পেছনে ছুটছি...এই বিরামহীন ছুটতে ছুটতে শিশু-কিশোর-যৌবন-মধ্যেবয়স-বৃদ্ধবয়স পেরিয়ে মৃত্যুর মুখোমুখি হতে বাধ্য হই...বয়স যাই হোক মৃত্যু যে একসময় হবেই তা নিয়ে কারো কোন দ্বিমত নেই...
তাই আসুন কিছু সময়ের জন্য একটু ভাবি - আমাকে যে আল্লাহ সৃষ্টি করলো তার আদেশগুলো কি আমি পালন করছি? আমি কি আল্লাহর দেওয়া সময়ের সৎ ব্যবহার করছি? আল্লাহর আদেশ দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত কি আদায় করছি? ভেবে দেখুন একদিনে ২৪ ঘন্টা বা ১৪৪০ মিনিট। এর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে আপনার সময় দিতে হবে মোট ৭৫ মিনিট বা ১ ঘন্টা ১৫ মিনিট। বিস্তারি নিচে দেখুন -
ফজর (ফরজ ২ রাকাত, সুন্নাত ২ রাকাত ) = সময় ১৫ মিনিট যথেষ্ট
জোহর (ফরজ ৪ রাকাত, সুন্নাত ৬ রাকাত) = সময় ১৮ মিনিট যথেষ্ট
আছর (ফরজ ৪ রাকাত) = সময় ১০ মিনিট যথেষ্ট
মাগরিব (ফরজ ৩ রাকাত, সুন্নাত ২ রাকাত) = সময় ২০ মিনিট যথেষ্ট
ইশা (ফরজ ৪ রাকাত, বেতর ৩ রাকাত, সুন্নাত ২ রাকাত) = ২০ মিনিট যথেষ্ট
মোট ৭৫ মিনিট যথেষ্ট দৈনিক আল্লাহর হুকুম সালাত আদায় করতে - একটু ভেবে দেখুন এটা কি আসলেই খুব বেশি কষ্টকর? একটু ভেবে দেখুন যেখানে দিনেরাতে ১৪৪০ মিনিটের মাত্র ৭৫ মিনিট আপনাকে ব্যায় করতে হবে আল্লাহর একটি গুরুত্বপূর্ন হুকুম আদায় করতে। দৈনিক এই ৭৫ মিনিটই হতে পারে আপনার-আমার কবরের আযাব থেকে রেহাই পাবার পাথেয়, দৈনিক এই ৭৫ মিনিটই হতে পারে পরকালে আপনার-আমার নাযাতে ফয়সালা।
আসুন আজই প্রতিজ্ঞাবদ্ধ হই যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম সালাত আদায় করতে দৈনিক ৭৫ মিনিট (কম-বেশি) ব্যায় করবো। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হুকুম মেনে চলতে তৌফিক দান করো...আমীন।
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন