...জামার হাতা নয় আমার বোনের কলিজাই কেটে দাউ...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২২ মে, ২০১৩, ০৭:২৭:৫৪ সন্ধ্যা
ইসলাম ধর্মের অন্যতম মূলনীতি মেয়েদের পর্দা প্রথা...নামাজ, রোজা, হজ্জ, যাকাত যেমন ফরজে আইন ঠিক তেমনি প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য পর্দা করার ফরজ...দুনিয়াবী শিক্ষার কারনে সেই ফরজকে এড়িয়ে চলার কোন অবকাশ নেই...তাইতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা মহান রবের আদেশ পালনে হিজাবের মাধ্যেমে পর্দা প্রথার হুকুম মেনে চলে...
আমি মানি স্কুলের একটি নির্দিষ্ট ড্রেস কোড আছে...উদাহরন সাদা শার্ট-কালো প্যান্ট...ড্রেসের রং-প্রকারভেদ যাইহোক প্রিয় বোনেরা তাদের ড্রেসের রং-প্রকার মেনেই হিজাব করে থাকে...ফুল হাতা শার্ট/ফ্রগ এর সাথে মাথায় একটি রোমাল দিয়ে চুল ঢেকে হিজাব করতে করতে দেখা যায় দেশের অধিকাংশ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে...
আফসুস লাগে ৯০% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও আমাদের বোনেরা হিজাব করতে গিয়ে বাধার সম্মুখিন হচ্ছে...আজ বিডিটুডে নিজউ ম্যাগাজিনের বদৌলতে এই ভয়াবহ ও কষ্টের সংবাদটি জানতে পারলাম...ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবা খানম কল্পনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অর্ধশতাধিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন।
এই অপদার্থ কুত্তির (মাহবুবা খানম) আদেশে জোড় করে সবার সামনে এমনকি ছেলে স্টুডেন্টদের সামনে হাতা কেটে দেয়...জামার হাতা কাটতে গিয়ে অনেক বোন কাঁচি দারা আঘাত প্রাপ্ত হয়েছেন...কষ্টে, ক্ষোভে, লজ্জায় কান্নায় ভেঙে পরে আমাদের বোনেরা...
আমার প্রশ্ন দেশের মুসলমান ভাই বোনদের প্রতি -
=> বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, 'আমি কি আসলেই মুসলমনা? আমি কি আসলেই আল্লাহর হুকুমগুলো মেনে চলতে চাই?
=> কেউ যদি আপনারকে নামাজ পড়তে নিষেধ করে আপনকি তা মেনে নেবেন? যদি মেনে না নেন তাহলে হিজাব করতে বাধা দিলে তা কিভাবে মেনে নেওয়া যায়?
=> উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের বোনদের কষ্ট, ক্ষোভ, লজ্জা কি আমাদের লজ্জিত করেনা?
=> আমরা কি পারিনা যে যার অবস্থান থেকে সমার্থ্য মতো একটি প্রতিবাদের ঝড় তোলতে?
=> দেশে যারা আছেন তারা কি প্রেস ক্লাবের সামনে একটি মানব বন্ধন করে এর প্রতিবাদ করতে পারেন?
আর নিত্যান্তই যদি আমাদের বোনদের জন্য কিছু করতে না পারি তাহলে মাথা-মুখ উড়ুর মাঝে লুকিয়ে বুকের ব্যাথা বুকে জমিয়ে নিজেকে যেন দেই ধিক্কার...কারন ভাই হবার আমার নেই কোন অধিকার...আর তাদের বলে দাউ, '...জামার হাতা নয় আমার বোনের কলিজাই কেটে দাউ...
বিষয়: বিবিধ
২৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন