হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা!

লিখেছেন লিখেছেন তিতুমীর ০৫ এপ্রিল, ২০১৩, ০৯:৪৯:০০ রাত

লং মার্চ বন্ধ করতে সরকার সব ধরণের চেষ্টা করে যাচ্ছে।

ঢাকা অভিমুখী সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে বরিশাল-ঢাকা লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে সব দুর-পাল্লার বাস।

বন্ধ করা হয়েছে মাওয়া ফেরী সার্ভিস।

এর মধ্যে মখা ঘোষণা দিয়েছেন, বাস মালিকেরা তাদের বাস বন্ধ করেছে- তাতে সরকারের কোনো হাত নাই!

শাহবাগীরা ঢাকার প্রবেশ পথে অবরোধ বসাচ্ছে।

এছাড়াও সরকারী হরতাল তো চলছেই।

শুক্রবার বিকেলে সমাবেশে আরেক নাস্তিক মামুনুর রশীদ বলেন, “হরতালে আমরা নিরস্ত্র থাকবো না, আমরাও প্রস্তুত থাকবো। আমরা মিছিল নিয়ে যাব এবং হেফাজতের মঞ্চ দখল করবো।” হরতাল সমর্থকদের লাঠিসোঠা নিয়ে প্রস্তুত থাকতে বলেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, “নিরস্ত্র নয়, সশস্ত্র হয়েই রাজপথে নামতে হবে।”

মিছিলে যোগ দিয়েছেন মুনতাসির মামুন, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, কাজী মুকুল, হাসান আরিফ, ফকির আলমগীর প্রমুখ।

সরকার পেছন থেকে দাবা'র গুটি চালাচ্ছে আর অপেক্ষা করছে গদি রক্ষায় পরবর্তী দৃশ্যের জন্য!

অবস্থা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে, কে জানে?

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File