টরন্টোতে বাংলাদেশী যুবকের মৃত্যু
লিখেছেন লিখেছেন তিতুমীর ২১ অক্টোবর, ২০১৩, ১১:০৬:৪৬ সকাল
২০শে অক্টোবর ভোর প্রায় ১টায় টরন্টোতে গাড়ীর নীচে পিষ্ট হয়ে রাফসান আলম ২২ বছর বয়ষ্ক এক বাংলাদেশী যুবক প্রাণ হারিয়েছে।
রাফসান ৪ বছর বয়সে বাংলাদেশ থেকে কানাডায় আসে। সে টরন্টো ইউনিভার্সিটিতে ব্যাবসা প্রশাসনে লেখাপড়া করছিলো।
এ ব্যাপারে পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক প্রথমে এক ট্যাক্সিতে ডাকাতি করে।
এরপরে সে একটি পিক-আপ ভ্যানে করে পালাতে থাকে, ঐ সময়ে রাফসান রাস্তা পার হচ্ছিলো।
রাফসানকে চাপা দিয়ে ঘাতক গাড়ী নিয়ে পালিয়ে যায়। কিন্তু পরে পুলিশ গাড়ী খুঁজে ঘাতক'কে গ্রেফতার করতে সমর্থ হয়।
রাফসানের পরিবার জানায়, শনিবার রাতে সে বন্ধুদের সাথে ডাউন-টাউনে গিয়েছিলো। ওখান থেকে ফিরে সে বাসার কাছেই 'সাবওয়ে' রেস্টুরেন্ট থেকে তার বোনের জন্য 'সিনামন-বান' কেনার জন্য রাস্তা পার হচ্ছিলো।
তার বোনের ঐ দিনই বাংলাদেশ থেকে ক্যানাডা ফেরার কথা।
দূর্ঘটনার সাথে সাথেই তার মৃত্যু হয়।
এদিকে, তার আরেক ভাইও ৩ বছর বয়সে মারা যায়।
শোকের সাগরে ভাসছে তার পরিবার।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন