প্রসঙ্গ: বাসে আগুন, ঢাকা-নরসিংদি রুটের বাস আজিমপুরে গেল কি ভাবে??
লিখেছেন লিখেছেন তিতুমীর ১০ নভেম্বর, ২০১৩, ০৩:০৩:০২ রাত
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন জনাব নুরুল কবীর।
বাংলাভিশনের এক টক-শোতে তিনি বলেন, বিআরটিসি বাসে আগুন লাগাচ্ছে সরকারের লোক, প্রমাণ আছে।
তিনি বলেন, নির্বাচনের দুই মাস আগে প্রধান বিরোধী দলকে এভাবে কেউ হেনেস্থা করে না।
সারা দেশে বোমাবাজি বিরোধী দলই করছে - এটা বিশ্বাস করার কোনো কারণই নাই।
উদাহরণে তিনি বলেন, দুইদিন আগে আজিমপুরে বিআরটিসি'র একটা বাসে আগুন লাগানো হলো। বাস'টা ছিলো ঢাকা-নরসংদি রুটের, ওটা আজিমপুরে গেলো কিভাবে??
তিনি আরো বলেন, এরশাদ আমলে বাসে আগুন লাগলে পোড়া বাস'টা যাদুঘরের সামনে নিয়ে প্রদর্শনী করা হতো। এই সরকার একই কাজ করছে। সরকার তার লোক দিয়ে বিআরটিসি'র বাসগুলোকে বিভিন্ন অরক্ষিত জায়গায় নিয়ে আগুন জ্বালানোর ব্যাবস্থা করে, পত্রপত্রিকায় সেগুলো প্রকাশিত করে, তা রাজৈতিক প্রতিদ্বন্দ্বীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন যে, ঢাকা-নরসিংদির বাস আজিমপুরে গেল কিভাবে, সেটা সরকারকে-যোগাযোগমন্ত্রীকে-প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। কারণ, মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই।
সময় কি নিকটে, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার?????
ভিডিও লিঙ্ক: Click this link
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন