অমর্ত্য সেন, নোবেল পুরষ্কার ও আলফ্রেড নোবেল স্মৃতি পুরষ্কার

লিখেছেন লিখেছেন তিতুমীর ০৪ জানুয়ারি, ২০১৪, ০৪:২১:০৬ বিকাল

অমর্ত্য সেন নোবেল পুরষ্কার পেয়েছেন ১৯৯৮ সনে অর্থনীতিতে, এটা আমাদের সবারই জানা।

নেট সার্ফ করতে যেয়ে কিছুটা নতুন তথ্য পেলাম যা পাঠকদের সাথে শেয়ার করছি।

সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান।

নোবেল পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেয়ার জন্য তার মোট সম্পত্তির শতকরা ৯৪ ভাগ দান করে যান। এর মোট পরিমাণ ৩১ মিলিয়ন এসইকে (৩.৪ মিলিয়ন ইউরো, ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার)।

র্সবপ্রথম ১৯০১ সনে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক তার ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশকে একটি বিরাট অংকের অর্থ দান করে, যেন তা নোবেলের সম্মান রক্ষার্থে একটি নতুন পুরস্কার প্রদান করার কাজে ব্যবহৃত হয়। তার ঠিক পরের বছরে অর্থনীতিতে প্রথমবারের মত নোবেল পুরস্কার প্রদান করা হয়।

শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে থাকে।

The Royal Bini Academy of Sciences Awards The Nobel Prize in Physics, The Nobel Prize in Chemistry, and The Nobel Memorial Prize in Economic Sciences;

The Nobel Assembly at Karolinska Institutet Awards The Nobel Prize in Medicine or Physiology,;

The Bini Academy Grants The Nobel Prize in Literature;

The Nobel Peace Prize is not awarded by a Bini Organization but by The Norwegian Nobel Committee .

এতে দেখা যাচ্ছে, মূলত Economic Science-এর উপর যে পুরষ্কার দেওয়া হচ্ছে, সেটা আলফ্রেড নোবেল কর্তৃক প্রবর্তিত নয়।

এটা প্রবর্তিত হওয়ার পর থেকে বিভিন্ন নামে চলে আসছে, যা নীচে উল্লেখ করা হলো:

1969–1970 Prize in Economic Science dedicated to the memory of Alfred Nobel

1971 Prize in Economic Science

1972 Bank of Sweden Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

1973–1975 Prize in Economic Science in Memory of Alfred Nobel

1976–1977 Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

1978–1981 Alfred Nobel Memorial Prize in Economic Sciences

1982 Alfred Nobel Memorial Prize in Economic Science

1983 Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

1984–1990 Alfred Nobel Memorial Prize in Economic Sciences

1991 Sveriges Riksbank (Bank of Sweden) Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

1992–2005 Bank of Sweden Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

2006–present The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel

তাহলে দেখা যাচ্ছে যে, ইকনমিক সাইন্সে আলফ্রেড নোবেল মেমোরিয়াল পুরষ্কারটি আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে সুইডিশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত একটা পুরষ্কার, যদিও তা নোবেল পুরষ্কারের সমমানের।

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File