অগ্নিকন্যা থেকে নগ্নকন্যা...
লিখেছেন লিখেছেন তিতুমীর ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৫:৩৬ সকাল
রাজনীতির অঙ্গনে একসময়ে উনি খেতাব পেয়েছিলেন অগ্নিকন্যা।
এরপরে ন্যাপের সাংগঠনিক সম্পাদক হয়ে মুজিব আমলে তার চরম উত্থান ঘটে। তখন তিনি চেয়েছিলেন মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে।
১৯৭৯ সনে মতিভ্রম হয়ে দলছেড়ে ঢোকেন আওয়ামী লীগে। এরপরে অনেক নাটক করেন এই প্রাক্তন অগ্নিকন্যা।
এখন তিনি তোফায়েল'দের থেকেও বড় আওয়ামী লীগার।
তার সর্বশেষ অবস্থান খোলাসা করেছেন ড: পিয়াস করিম। গতকাল বিকেলে এক আলোচনা সভায় উনি বলেছেন, "মতিয়া চৌধুরীদের যত বয়স হচ্ছে, তারা ততই অশ্লীল হচ্ছেন"।
মতিয়াদের মুখভঙ্গি ও বাচন দেখে মনে হয়, ড: পিয়াস করিম অবাস্তব কিছু বলেন নাই।
মতিয়া চৌধুরীদের যত বয়স হচ্ছে, তারা তত অশ্লীল হচ্ছেন
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাজি ফিরোজ রশিদ একবার টেলিভিশনে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এক নির্বাচনে ছাত্রলিগ এর জয় লাভের পর মতিয়া চেীধুরির মুখে তিনি যে ভাষা শুনেছিলেন তা জিবনে আর কারও মুখে শুনেন নাই।
মন্তব্য করতে লগইন করুন