অগ্নিকন্যা থেকে নগ্নকন্যা...

লিখেছেন লিখেছেন তিতুমীর ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৫:৩৬ সকাল

রাজনীতির অঙ্গনে একসময়ে উনি খেতাব পেয়েছিলেন অগ্নিকন্যা।

এরপরে ন্যাপের সাংগঠনিক সম্পাদক হয়ে মুজিব আমলে তার চরম উত্থান ঘটে। তখন তিনি চেয়েছিলেন মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে।

১৯৭৯ সনে মতিভ্রম হয়ে দলছেড়ে ঢোকেন আওয়ামী লীগে। এরপরে অনেক নাটক করেন এই প্রাক্তন অগ্নিকন্যা।



এখন তিনি তোফায়েল'দের থেকেও বড় আওয়ামী লীগার।

তার সর্বশেষ অবস্থান খোলাসা করেছেন ড: পিয়াস করিম। গতকাল বিকেলে এক আলোচনা সভায় উনি বলেছেন, "মতিয়া চৌধুরীদের যত বয়স হচ্ছে, তারা ততই অশ্লীল হচ্ছেন"।

মতিয়াদের মুখভঙ্গি ও বাচন দেখে মনে হয়, ড: পিয়াস করিম অবাস্তব কিছু বলেন নাই।

মতিয়া চৌধুরীদের যত বয়স হচ্ছে, তারা তত অশ্লীল হচ্ছেন

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262904
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
ইয়াফি লিখেছেন : বাংলাদেশের রাজনীতিতে অশ্লীলতা আনয়নে মতিয়া চোধুরীর ভূমিকা পথ প্রদর্শকের মত। উপরোক্ত ছবিটি গত চারদলীয় জোট সরকারের আমলে তত্কালীন বিরোধীদল আওয়ামী লীগের নেতা মতিয়া চোধুরী উপযাচক হয়ে জনদৃষ্টি আকর্ষণের জন্য নিজের ব্লাউজ ছিড়ে কাঁচুলি দেখিয়ে রাজপথে উপুড় হয়ে শুয়ে পড়ে! এতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ পথচারী অবাক দৃশ্যে তাকিয়ে থাকে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৩
209688
তিতুমীর লিখেছেন : অশ্লীলতাকে রাজপথে নিয়ে আসার জন্য এদের বিচার হওয়া দরকার!
262939
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
সাদামেঘ লিখেছেন : অভিনেত্রীদের থেকেও বড় অভিনেত্রী তারা যারা এদলে আছেন!
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৭
209689
তিতুমীর লিখেছেন : সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছেন এই দলের পরিচালিকা।
262961
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংগাল দেশের রাজনীতিতে ল্যাংন্ডাগিরির পাওয়ানিয়র শ্রীমতি মুতেরা চুধারী আবার নতুন কিছু দেখাইলো নাকি? দেশের মেঙু জনতা তো ভাল করে জানে হেতির সবকিছু দেখাইছে জাতিকে। নতুনভাবে কিছু দেখানোর বাকি আছিল কিছুই।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
209691
তিতুমীর লিখেছেন : শ্রীমতি মুতেরা চুধারীLove Struck
262979
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
আমি মুসাফির লিখেছেন : এরা সব পারে কারণ হায়া লজ্জা শরম বলে কিছুই এদের নাই।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩০
209692
তিতুমীর লিখেছেন : হায়া শরম থাকলে থুথু ফেলে তা আবার চাটতে পারতো না।
262980
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
হতভাগা লিখেছেন : ২০০১-২০০৬ এর সময় কোন এক হরতালে উনাদের কেউ একজন এরকম কিছু করেছিল যা নয়া দিগন্ত পত্রিকা ছবি আকারে সিরিয়ালি দিয়েছিল ।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩১
209694
তিতুমীর লিখেছেন : কোনো লিঙ্ক আছে কি?
263034
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : এখন উনি সেই ডুগডুগিই বাজাচ্ছেন, শুধু চামড়াটা বদল হয়েছে৷
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৬
209695
তিতুমীর লিখেছেন : এরপরে কার চামড়া নিয়ে টানাটানি করবেন, সেটাই দেখার বিষয়।
263056
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এ আর নতুন কি!!!
কাজি ফিরোজ রশিদ একবার টেলিভিশনে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এক নির্বাচনে ছাত্রলিগ এর জয় লাভের পর মতিয়া চেীধুরির মুখে তিনি যে ভাষা শুনেছিলেন তা জিবনে আর কারও মুখে শুনেন নাই।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৭
209696
তিতুমীর লিখেছেন : এরা হচ্ছেন রাজনৈতিক prostitute!
263077
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫১
আবু জান্নাত লিখেছেন : আমি মুসাফির লিখেছেন : এরা সব পারে কারণ হায়া লজ্জা শরম বলে কিছুই এদের নাই।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
209698
তিতুমীর লিখেছেন : আমার দেশের দূর্ভাগ্য!
265967
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩২
মাজহারুল ইসলাম লিখেছেন : যেই দলে বিশ্বের সবচেয়ে বড় অভিনেত্রী আছে ঐ দলের সকল নেতাকর্মীরাও অভিনেতা অভিনেত্রী।
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
209764
তিতুমীর লিখেছেন : এটাই বাস্তব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File