"ঋনী"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৯:১২ দুপুর

এসেছিনু ভুবনে
হেসেছিল আপন
জানি,
এই আপনেই একদিন
দিয়ে দেবে দাফন।।
![]()
মাঝপথে কত কথা
কত শত ব্যস্ততা,
সুখ আর দুখ নিয়ে
গোছানো এই জটিল ধাঁধা।।
![]()
জানি সবি ভাঙ্গবে
গড়ছেন যিনি,
যবনিকা টানতেই
হয়ে যাব ঋনী।।
![]()
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
১৬৯৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জীবনতো এমনিই।
শুকরিয়া জানাই
থ্যান্ক য়ু।
মন্তব্য করতে লগইন করুন