"ঋনী"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৯:১২ দুপুর
এসেছিনু ভুবনে
হেসেছিল আপন
জানি,
এই আপনেই একদিন
দিয়ে দেবে দাফন।।
মাঝপথে কত কথা
কত শত ব্যস্ততা,
সুখ আর দুখ নিয়ে
গোছানো এই জটিল ধাঁধা।।
জানি সবি ভাঙ্গবে
গড়ছেন যিনি,
যবনিকা টানতেই
হয়ে যাব ঋনী।।
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনতো এমনিই।
শুকরিয়া জানাই
থ্যান্ক য়ু।
মন্তব্য করতে লগইন করুন