"ভোরের স্বপ্ন"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১১ জানুয়ারি, ২০১৪, ০৩:৪২:৩৬ দুপুর
মাটির পিদিমে
ধারিয়া আমি
নিয়েছি খানিক আলো,
আশায় থেকেছি
সজনী আমায়
বাসিবে পরানে ভালো।।
কল্পনারি আলপনাতে
ছিলে তুমি
বড়্ড বেশী অভিমানী,
ভোরের স্বপ্নে
এসেছিলে সেদিন
পরিয়া নীল জামদানী।।
সজনী তোমায়
ভাবিয়া আমি
ফুরিয়েছি কতক রজনী,
তাতেই আমার
স্বজন বন্ধুরা
রটাবে শতক কাহিনী।।
হা হা হা......।
বিষয়: বিবিধ
১৮০৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার কবিতা। ধন্যবাদ
আমিতো আর আপনাদের মতো লিখতে পারি না, তাই কি আর করা..।
ধন্যবাদ আপনাকেও।
কেবলি কল্পনায়,
বাস্তবতার ছোঁয়া
এতটুকু নাই।।
ধন্যবাদ।
এই অবস্থা...
ভালো এবং ভাল্লো...
হা হা হা।
ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
বাক স্বাধীনতা আজ উপেক্ষিত, চিন্তার স্বাধীনতাটাকে ও ডান্ডাবেড়ী পড়াতে চাইনা।
হা হা হা, ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
বটেই তবে রোমন্স কবি তার
করি নাকো ভাবনা
রবের কাছে
আছে তো সবি জানা।
ধন্যবাদ কবি আপনাকে।
কেমন আছেন সাইফুল ভাই? কই ছিলেন এতদিন?
ভালো থাকবেন সব সময়।
সজনি তো এল না,
ভুলিব ভুলিব করি,
ভোলাতো গেল না৷
মন্তব্য করতে লগইন করুন