"বর্গা দেয়া আত্মা ও বাংলাদেশ"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৮:০৮ রাত
একটি ফুলকে বাঁচাবে বলে
ওরাঁ আমাদের
স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতার।
কিন্তু,
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত
স্বাধীনতা যদি হয়,
গুলি করে পাখির মত মানুষ মারার অধিকার,
কিংবা, কাঁটা তাঁরে ঝোলানো ফেলানির লাশ।
তখন,
প্রশ্ন জাগে মনে……
এ কেমন স্বাধীনতা?
তারপরও শিরা উপশিরায় প্রতিনিয়ত
ধ্বনিত হয়,
আমাদের স্বাধীনতা, আমাদের অহংকার।
আজকাল হাসতেও ভয় লাগে,
পাছে কেউ না আবার মন খারাপ করে বসে।
ধর্মের জাত শত্রুরা অধর্মের নামে
আজকাল অনর্গল বলে বেড়ায়
শরীরি সুখের কবিতা।
মনকে করে ওরা তুচ্ছ তাচ্ছিল্য
আর,
আত্মাকে বর্গা দেয় সীমানার ওপারে।
এই যদি হয় চেতনা,
তবে কমবে কিসে
মোদের যাতনা?
হিংসের আগুনে ভরে গিয়েছে পুরোটা দেশ,
শোধিতে হইবে দেনা, হে মাননীয়া।
শোধিতে হইবে………
রক্তে কেনা এ আমার প্রিয় স্বদেশ।
আমার বাংলাদেশ।
বিষয়: সাহিত্য
১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন