"অম্ল মধুর ভক্ত"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৯ আগস্ট, ২০১৩, ০২:১১:১০ রাত
করবো নাকো শাসন আমি
করবো নাকো বারণ,
তুই যে আমার ভাল লাগার
লক্ষ কোটি কারণ।
তোর মাঝেতে খুঁজে ফিরি
খুশীর বৃন্দাবন,
তোর হাসিতে মুক্তো ঝরে
কুড়োই সারাক্ষন।
তোর সুখেতে সুখী আমি
তোর দুঃখে কষ্ট,
হাত ধরতে মন ছুঁয়েছি
করিস নাকো নষ্ট।
শাসন দিয়ে আসন আমি
করবো নাকো পোক্ত,
তুই যে আমার ভাল লাগার
অম্ল মধুর ভক্ত।
বিষয়: বিবিধ
২৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন