"সত্যের অপমান"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৫ জুলাই, ২০১৩, ০২:৫৫:৩৭ রাত
বিবেকের আয়নায় দাঁড়িয়ে
কেন জানি এই মন,
যেতে চায়
সব কিছু ছাড়িয়ে।।
হোক যত পিছুটান
যত মান আর
যত অভিমান,
চাইনা দেখতে আর
সত্যের এত এত অপমান।।
হিংসের কষাঘাতে
প্রান যায় দিনে রাতে,
মসি আর পেশী মিলে
এ যেন দলে দলে,
নিত্য করছে ওরা
অসত্যের পুজো দান।।
আর,
কোরাসে গাইছে যেন
হত্যার জয়গান।।
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন