"ভাবনার সাগরে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৬ জুলাই, ২০১৩, ০৮:৪২:৫৯ রাত
ভাবনার সাগরে
উঁকি দিয়ে দেখি,
পূন্যের খাতায়
আছে কিছু নাকি।
পাপের খাতা গিয়েছে ভরে
ছিল সবি অজানা,
মোনাজাত করি হে মহান
করিও মোরে মার্জনা।
জীবনের পথ ধরে
চলেছি আনমনা,
মাঝে মাঝে মনে হয়
চেনারাই যেন বড় অচেনা।
প্রায় আমি ভাবি বসে
যেতে হবে অবশেষে,
হাত খানি দিও মোরে
অন্ধের আলো বেশে।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন