"দেশ প্রেমের ফাঁরাক"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ২৫ জুন, ২০১৩, ১১:৩৮:৫৮ রাত
আমার হাতে থাকত যদি
আলাদীনের চেরাগ,
বুঝিয়ে দিতাম ভীষন ভাবে
দেশপ্রেমের ফাঁরাক।
ভোটের আগে
জোটেরা সব
নানান কথা কয়,
ভোট পেরোলেই
এদের আবার
অচিন মনে হয়।
কেউবা বলে বাবার কথা
কেউবা বলে স্বামী,
বুঝতে মোদের নেইকো বাকী
রাজনীতির সব ভন্ডামী।
নেতারা তো গত হয়েছেন
বেশ ক' বছর হয়,
মাগফেরাতে কাম্য যেন
সদা সুখে রয়।
অনিচ্ছাকৃত অনেক ভুল ভ্রান্তি থাকার পরেও গণ মানুষের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশ ও জাতি গঠনে বড় দুই দলের প্রয়াত দুই নেতার অবদানকে খাটো করার কোন মানে হয়না।ওনাঁদের খাটো করে আমরা কখনো ইতিহাস কিংবা নিজেদের সঠিক মুল্যায়ন করতে পারবনা। দলীয় দৃষ্টীভঙ্গীর উর্ধে উঠে বিবেচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। ওনাঁদের আত্মার মাগফেরাত সব সময় কামনা করি।সাথে সাথে ব্যথিত হই ওনাঁদের উত্তরসুরীদের বর্তমান কার্যকলাপ দেখে।
বিষয়: বিবিধ
২১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন