"বৃষ্টি কান্না"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৮ জুন, ২০১৩, ১২:০৮:৪৮ রাত
কান্না এসেছিল সেদিন
বৃষ্টির আদলে,
স্বপ্নেও ভাবিনি
যাবে তুমি বদলে।
তোমারই দেওয়া সব
অযত্ন আর অবহেলা,
রেখেছি সঙ্গোপনে
হয়নি তো আজো বলা।
আজ যখন শুনতে পাই
তুমি খুব সুখে নাই,
কোথা আমি খুশী হব !!!
উল্টো -
কান্নাতে বৃষ্টি ঝরাই।
হৃদয়ের গহীনে
পুড়ে মরি বিহনে,
ইচ্ছেরা বলে এসে
চল মোরা ছুটে যাই
বলে আসি তাকে
এখনো ভালবাসি তোমায়।
বিষয়: বিবিধ
১৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন