"চাঁদের বুকে"
লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ১৩ জুন, ২০১৩, ১২:২৯:০৬ রাত
পূর্নিমা রাতে
তুমি ছিলে সাথে,
হাত রেখে কাঁধে
বলেছিলে তাকে।
সে ছিল নির্বাক
অনেকটা হতবাক,
খানিকটা ভেবে
তারপর.....।
আদরেতে নাক খানি টিপে,
বলেছিল তাকে
পাগলী কোথাকার...
এতদিন লাগে?
কথাগুলো বলতে।
চাঁদ এসে কানে কানে
বলেছিল গানে গানে,
যাদু তোমার রূপেতে
থাক মহা সুখেতে,
উদাসীন মনেতে
এসো আমার বুকেতে।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন