সাদা পোশাকে কাজলের দাগ হতে চায়নি কখনও

লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ২৭ মার্চ, ২০১৩, ০১:৫২:০৫ দুপুর

বিধাতার নিপুন সৃষ্টি,

পরিপুর্ন মমতা মাখা, নিস্কলুশ আর নির্ভেজাল হাঁসি । দৃষ্টি ধাঁধাঁনো অপরুপ সুন্দরী । যেন পূর্নিমার চাঁদ তার মুখ ,......

আমি চাঁদ দেখি বরাবরই, যখন খুব ইচ্ছা করে । গতরাত্রে চাঁদ দেখেছি ,

পূর্নিমা । যেন রাতের কালো ছিলনা কখনও , চারি দিকে

তাঁরার মেলা । আলোয় ঝলমল রাত, আমাকে কাছে টানে , আমি উদাস না হয়ে পারিনি ।

কখনও .. হারিয়ে যেতে মন চায় কোন এক দূর অজানায় ....... । হাঁ এমনই হয় আমার ।

আমি এই অপরুপ.. চাঁদেও দেখিনি কখনও , নির্মল হাঁসি । বোবাদৃষ্টির কেন্দ্র বিন্দু সে , তার হাঁসিতে সবার দৃষ্টি হাঁসে , নাহ বেশিক্ষন হাঁসতে দেয়নি ,

হতাশ করেছে হাজারো দৃষ্টিবিলাশীর দৃষ্টি ।

অতিকায় খুদ্র প্রানী মশা !!

চাঁদের গায়ে ছাপ ছাপ দাগ দেখেছি , আবছা আলো ছায়া । ত্রিশফিট দূর থেকে ওর গালে বসা একটি মশা খুব একটা বেমানান মনে হয়নি , কিন্তু ততক্ষনে বিশাদের ছায়া ওর মুখায়বে স্পষ্ট । অতিকায় ক্ষুদ্র একটি হুল , কিইবা এমন ক্ষতি করতে পারে ? এমনটা ভাবা অপ্রাসঙ্গিক নয় হয়তো ।

কিন্তু মশা তার পয়জোম পুশিং এ এতোটুকুও কার্পন্য করেনি । এরপর ওকে আক্রমন করবে ম্যলেরিয়া , ফায়লেরিয়া , ইত্যাদি ইত্যাদি ...........

নাহ !!

সাদা পোশাকে কাজলের দাগ হতে চায়নি কখনও । বি ডি টুডে ব্লগের এই মনরম পরিবেশে আমার লেখা বড়ই বেমানান । ব্লগারদের মূল্যবান সময় নষ্ট করবোনা ভেবে একটু দূরে থাকতে চেয়েছিলাম । উপঢোকন দিয়ে সাজিয়ে গুছিয়ে লিখা হয়না কখনো ।

এটি একটি আর্ট , যা আমার আধ্যাত্বের বাইরে ।

কত পোষ্টার ফেস্টুন ই দৃষ্টি গোচর হয় , চলতে ফিরতে । এতোটা ভাবার সময় হয়না কখনো । অনেক সময় ..........অবসরের , নিরবে ঝিমুনোর, তবু অনেক মূল্যবান কিছু ভাবার সময় মেলেনা অনেকেরই ।

এটি একটি পোষ্টার । নিছক পোষ্টর নয় , এটি একটি প্রচারনা ,

নাহ ! কোন দলের নয় ।তবে কোন গোস্ঠির অবশ্যয় ।

হাঁ তা ঠিকই ।

নিচে লিখা 'প্রচারে : দূর্নীতি দমন কমিশন ' ।

(১) পোষ্টারের গায়ে লিখা:

"দূর্নীতি অমার্জনীয় অপরাধ .. অপরাধী হবেননা " ।

(২) আর একটিতে লিখা :

"দূর্নীতি সইবো না করব না মানব না" ।

(৩) আর একটিতে লিখা : "সুদ প্রদানকারী ও গ্রহনকারী দু'জনই দোজখে নিক্ষিপ্ত হবে ।" আল হাদিস

আলোচ্য বিষয় :-

মুক্ত মনা ও অ-মুসলিমদের মনের মাঝে "মুমিনদের " সম্পর্কে কু-মনবৃত্তি পুসিং এর লক্ষ্যে ১নং পোষ্টার এ যে ছবিটি ব্যাবহার করা হয়েছে তা নজরে পড়তেই মনের ভিতর মচড় দিয়ে উঠলো । এ কি দেখছি আমি ? এযে পরিস্কার ইহুদি লবিং !!

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File