মুখ খোললেন মহাজোট : আর যদি তাই হয় !!!

লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ৩১ মার্চ, ২০১৩, ১০:২৪:১৭ সকাল



অবশেষে জল্পনা কল্পনার অবশান হতে চলেছে । ইতিমধ্যে মহাজোটের মহাপ্রলাপ শুরু হয়ে গেছে । আর তাই তো এমন দলীয় দূঃসময়ে এমন একটি সুযোগ কি করে হাতছাড়া করা যায় ? তত্তাবধায়কের অধিনে নির্বাচন হলে যেখানে নিশ্চিন্ত পরাজয় সেখানে এমনটা আশা করা দোষের কিছু নয় । দেশ প্রেমিদের, সচেতন নাগরিকের জন্য এটি একটি অশনি সঙ্কেত তাই সঙ্কিত হওয়ায় সাভাবিক । সেহেতু শোনার পরে সঙ্কিত না হয়ে পারলামনা ! কিন্তু ঠিক তখনই একটি কথা মনে পড়ে গেল " আল্লাহ যব দেতাহে ,ছপ্পর ফাঁড়কেহি দেতাহে " ।

আসলে এখন একটু আধটু হিন্দি চর্চা সেরে নিচ্ছি কারন খুব তাড়া তাড়ি আমাদের বেঁচে থাকার তাগিদে হিন্দি শিখতে হবে । এই পাঁচ বছর শেষ না হতেয় যে অবস্থা যদি শেখ হাসিনা রাষ্ট্রপতি হন আর তার বোন শেখ রেহেনা প্রধান মন্ত্রী হন তবে তো বলায় বাহুল্য ।

এমনটি ই শোনা যাচ্ছে মহাজোটের শরিক দলের শিনিয়র ব্যক্তি বর্গের কাছে ।

মুমিন বান্দারা যখন তাদের প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে যায় তখন আল্লাহ জালিম সরকার দিয়ে তাদের সায়েস্তা করেন । >< আল হাদিস


আমরা এমন দু'রাবস্থা থেকে আল্লাহর নিকট পানাহ চাই । আমিন

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File