শুধু রয়ে যায় স্বপ্নের মাঝে !!!
লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ১২ মার্চ, ২০১৩, ০৫:৪৪:১৮ বিকাল
চারি
দিকে ধু ধু বালির চর ! তারার আলোতে চিক চিক করছে । জন মানবহীন ,বৃক্ষ
বিহীন এ ধু ধু নিঝুম প্রান্তর যেন এক মৃত্যুপুরিতে পরিনত হয়েছে । এতোক্ষনে
হাপিয়ে উঠেছিলাম ,একটি জ্যান্ত শব বহন , বহনকারিদের তিনজনই বর্বর হায়েনা খুনি ।
শুধু আমি ও কফিনে বন্দি আমার মুসলিম ভাই এদের শিকার । একমাত্র
আল্লাহ ছাড়া সাহায্য করার মত আর কেউ নেয় । বড়ই নিবিড় ভাবে আল্লাহকে স্বরন করে যাচ্ছি , হয়তো আর কিছুক্ষনের মধ্যেয় এই বিস্তার বালির নিচে আমাদে আশ্রয় হবে !!
বুকটা দুরু দুরু কাঁপছে ! বার বার শুকনো গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা
করছিলাম । নির্জন রাতের কোমল বাতাসের মধ্যেও কপাল দিয়ে দর দর করে ঘাম বেরুচ্ছে ! মৃত্যু গ্রাস করবে এই ভয়ের চেয়ে চোখের সামনে এক দীনই ভায়ের মৃত্যু যন্ত্রনা দেখতে হবে এই যন্ত্রনায় আমার সমস্ত রক্ত কনিকা শুকিয়ে যেতেলাগলো । কফিনের ঢাকনা খুলে একটি আড়ালের বিপরিতে গিয়ে সলাপরামর্স সেরে নিতে এবং উপভোগ্য আনন্দকে আরও অধিক চানচল্যকর করতে মদ্যপানে মত্ত ছিল, আমি আঁড়িপেতে বিষয়টা দেখছিলাম আর হতাস হচ্ছিলাম ।ওদের নেতা আমার দিকে আঙ্গুল তুলে বলল - ওকে পরে দেখা যাক আগে ঐ হারাম জাদা টাকে নিয়ে আয় । বাকি দুজন ওকে নিয়ে আসতে গিয়ে দেখে কফিন খালি ।
হতবম্ভ হয়ে বলল - বস ওতো পালিয়েছে ! বলিস কিরে ? আমি যেন খানিকটা আসস্ত হলাম এরপর এদিক ওদিক চেয়ে দেখি খানিক দূরে চার জনের একটি কাফেলা । ওরা সংঘবদ্ধ হাটছে ।
পলায়িত ভাই টি পিছু ফিরে ফিরে দেখছিল আর দ্রুত পায়ে হাটছিল । ওদিকে ওরা তিনজনও ফলো করতেই আর বুঝতে ওদের বাকি রইলোনা তাই ওকে ধরারজন্য দৌড়াতে আরম্ভ করলো । আমিও এটু ভেবেই সুযোগ নেয়ার চেষ্টা করলাম । এবার ওদের সাথে সাথে আমিও দৌড় দিলাম । ওরা নেশাগ্রস্থ তাই দৌড়ে ওদের ছাড়িয়ে যেতেই ওরা বলে উঠলো - কি ব্যাপার ? তুমিও পালাচ্ছো নাকি ? এবার আমি ও একটু কৌশল করে বললাম , আরে নাহ আমি পালাবো কেন ? ওকে ধরার জন্যে দৌড়াচ্ছি ও কেন আমাকে রেখে পালাচ্ছে ? তাই ওকে ধরতে হবে না । ওরা কি ভেবে বললো ঠিক আছে তাহলে তাই করো ওকে ধরে আমাদের হাতে তুরে দাও । আমি ও ঠিক আছে বস বরে দিলা দ্বিগুন শক্তিতে দৌড় । অল্পক্ষন দৌড়াতেই সামনের কাফেলার সাথ পেয়ে গেলাম । ততক্ষনে ঐ তিন শয়তান অনেকটা পিছনে পড়ে গেছে । এবার আমি সাথি ভাইদের বললাম আপনারা বিকল্প কোন পথে পলায়ন করুন আমি সামনের পথটায় এগুচ্ছি । এতে ওদের পথ ভ্রষ্ঠ করতে সুবিধা হবে । ততক্ষনে একটি গ্রাম্য জঙ্গলের কাছে পৌছে গেছি । তাই হলো , ওরা বামের একটি রাস্তায় গ্রামের ভিতর দিয়ে দৌড় দিল । আমি এ জঙ্গল ওয়ালা রাস্তা দিয়ে
দৌড়াতে থাকলাম । বামে জলাশয় আর ডানে ভুতুড়ে জঙ্গল মদ্ধে উচু নিচু ভাঙ্গা আর বিভৎস রাস্তা এবং ঘন কালো রাত সব মিলিয়ে আরও একটি ভয় আমাকে আকড়ে ধরলো । আমি যত এগুতে চায় ততই যেন পিছিয়ে যায় । আমি থর থর করে কাঁপতে লাগলাম । ভাবছিলাম আর হয়তো পারবোনা । ওরা আমাকে ধরে ফেলবে । পিছু ফিরে দেখলাম , না
ওদের আর দেখা যাচ্ছেনা । অনেকটা আসস্ত হলাম । কিন্তু আমি কোন দিকে যাচ্ছি ? আর কোথায় এর শেষ নাকি এর আদেও কোন শেষ নেয় !! তবে কি শেষে কোন বন্য প্রানির শিকার হবো ? নানান চিন্তা আমাকে ভাবিয়ে তুললো । নাহ আমার আর ভাবলে চলবেনা আমাকে এগুতেয় হবে । আবার দৌড়াতে আরম্ভ করলাম । জানিনা কতক্ষন দৌড়িয়েছি । দেখলাম সামনে একটি আলোক সজ্জিত পিচঢালা রাস্তা ও জন সমাগম ।
ততক্ষনে তেষ্টায় গলা ফেটে যাচ্ছিল । রাস্তার এক পাশে দাড়িয়ে হাপাতে লাগলাম । মুখদিয়ে কথা বেরুচ্ছিল না । একটু সান্ত হয়ে চোখ ঘুরিয়ে নিলাম ,এটি একটি তিন রাস্তার জংসন । তিন রাস্তার ধারে তিনটি হসপিটাল । এখানে মুলতঃ রোগিদের সমাগম । চারি দিরে চোখ বুলালাম কোথায় একটু পানি পাওয়া যায় ! হঠাৎ দেখলাম এক সল্প শিক্ষিত সুন্দরি নারি কার সাথে যেন মোবাইলে কথা বলছিল ।
# হা হা হা ..............
ওপারে কি যেন বলল বোঝা গেলোনা
# তুমি এসো তার পর
#না না এক্ষুনি
# না না এখন না তুমি এলে সারপিরিচ দেব
# কি ?
# সারপিরিচ সারপিরিচ
এবার আমার ও স্ব-জোরে হাসি বেরিয়ে গেল
@ হা হা হা হা .......সার পিরিচ না 'সারপ্যাইজ' হা হা হা ...............
এবার সবার দৃষ্টি গিয়ে আমার উপর বিধলো । এতোক্ষনে কেউ আমাকে তেমন গুরুত্ব না দিলেও এখন বেশ গুরুত্বে সাথেয় আমার দিকে চেয়ে রইলো । এতোক্ষনে ঐ সুন্দরী বেশ লজ্জা পেয়ে বসতো কিন্তু না তা হলোনা । ও হাসি মুখেয় আমাকে বলল কে আপনি আর কোথায় যাবেন ? বলতে বলতে আমার কাছে এসে হাত ধরে বলল 'থাংকু" , আমি বললাম
না এটি হবে 'থ্যাংকইউ' ।
আস্তে আস্তে আড়স্ট হয়ে পড়ছিলাম , ওর চোখে মুখে শুধুই নেসা , যেন হারিয়ে যেতে চাই ও , ওর কম্পিত ঠোট দু-টো নিবিড় হয়ে আসতে লাগলো আর ............
( এই মীমের আব্বু ওঠো অনেক বেলা হয়ে গেলো যে, নাস্তা করবেনা ?
................ভেঙ্গে গেলো ঘুম শুধু স্বপ্ন, রয়ে যায় স্বপ্নের মাঝে )
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন