ইমরান এইচ সরকারের জন্য ৪ টি টিপ্স
লিখেছেন লিখেছেন গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ । ১২ মার্চ, ২০১৩, ০৫:৪১:২৬ বিকাল
হেফাজতে ইসলাম " গণজাগরণ মণ্চ প্রতিহতের এবং ইমরান এইচ সরকালকে চট্টগ্রামে প্রবেশ ঠেকানের ঘোষনা দিয়েছ ।
তবে ইমরান এইচ সরকার যদি আমার ৪টি টিপস ফলো করেন, সহজেই তিনি চট্টগ্রাম যেতে পারবেন ।
টিপস-১)
আপনি খুব ভালোভাবে "কুল" শেভিন ক্রিম দিয়ে শেভ করে নেন ।
তারপর ঠোটে যথা সম্ভব কড়া লিপস্টিক লাগান ।
কপালে কালো টিপ দেন ।
এবার শাড়ী পড়ুন ।
মনে রাখতে হবে, লাকী আপুদের মত চুল অনাবৃত রাখলে চলবে না ।
অবশ্যই শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে নেন ।
এবার নিশ্চিন্তে চিটাগাং যান ।
হেফাজতে ইসলাম আপনাকে চিনতেই পারবে না ।
সতর্কতাঃ
বাজে পোলাপান যদি আপনাকে "সুন্দরী মেয়ে" ভেবে, ইভটিজিং করে তবে টিপস দাতা দায়ী নয় ।
টিপস-২)
আপনার পাশের বস্তিতে যান ।
সেখান থেকে একটা লুংগি, একটা ছেড়া গেন্জি আর গামছা যোগাড় করুন ।
এবার এগুলো পড়ে, রিকশা চালাতে চালাতে চিটাগাং শহরে প্রবেশ করুন ।
হরতালে যেহেতু রিকশা চলাচলে বাধা নেই,
সুতরাং আপনার কোন প্রবলেম হবে না ।
সতর্কতাঃ
রিকশা ওয়ালারা প্রায়ই পেসেন্জারের হাতে চড় থাপ্পর খায় ।
আপনার প্রতিও হয়ত এরুপ আচরণ করা হতে পারে ।
এতে আমাকে কোন প্রকার দোষ দিতে পারবেন না ।
টিপস-৩)
বঙ্গবাজার থেকে "লম্বা দাড়ি" কিনে নিন ।
এবার মুখে দাড়ি লাগিয়ে, পান্জাবী টুপি পড়ে হাতে তসবিহ নেন ।
এবার জোরে জোরে "হক মওলা, হক মওলা" বলতে বলতে চিটাগং যেতে পারেন ।
সতর্কতাঃ
জামাত শিবির সন্দেহে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে !
টিপস-৪)
আপনার জাত ভাই সিদ্দিকী নাজমুলকে বলুন, আপনার নাকে কয়েকট ঘুষি দিতে ।
আর হাত পায়ে কয়েকটা চাপাতির কোপ দিতে বলুন ।
এবার সারা শরীর ব্যান্ডেজ করে নিন ।
একটা এম্বুলেন্সের ব্যবস্থা করুন । এম্বুলেন্সে করে চিটাগাং চলে যান ।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন