মৃত্যুর ভয়াল ব-দ্বীপ ।
লিখেছেন লিখেছেন গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ । ১০ মার্চ, ২০১৩, ১১:২০:৪৯ রাত
ইদানিং অপরিচিত কারো ফোন পেলে মনে ভয় হয় এই বুঝি আইন প্রয়োগকারী সংস্থার কেউ আমার নাম্বার ট্রেস করছে । রাতে অপরিচিত কেউ পাশের বাসায় আসলে চমকে উঠি এই বুঝি ডিবি পরিচয়ে কেউ এলো আমাকে ধরে নেওয়ারজন্য ।
সরকারের বরতমান কারযকলাপ নিয়ে কমবেশী লিখি সামাজিক যোগাযোগের সাইট গুলোতে । আর এই সরকার তো তার অপ্রিয় কোন কিছু সহ্য করেনা । তাছাড়া দেশে গুম, গুপ্ত হত্যা তো আছেই সব অপ্রিয়দূর করার জন্য । গত বুধবার সরকার প্রধান বলেছেন 'আমি যে পদখেপ নেই ,তাতে কখনো বিফল হইনা । ' তার সে পদখেপের ফল গত দেড়মাস যাবাত আমাওরা ভোগ করছি । তাই মাঝে মাঝে ভাবি ভাবিয়ামিই হিটলারের জারমানী ক, নাকি মুসোলিনির ইতালী, বা চসেস্কুর রোমানিয়ানাকি স্ট্যালিনেরাশিয়াতে বসবাস র করছি ? যে খানে বিরোধী দল কে দমানোর জন্য প্রতিনিয়ত চলে গুম, হত্যা,আটক ও নানা প্রকার নিরযাতন । তাই শুধু আমিই নই আজ এই মৃত্যুর ভয়াল ব-দ্বীপে কেউ শান্তিতে নেই শুধু মিসেস ডিক্টেটর ছাড়া।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন