সোনার বাংলাদেশ ব্লগ একটি স্বপ্নের ব্লগ এবং হৃদয়ের কথন ( আর কি পাবো সেই ব্লগের পরশ ??? )
লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ১০ মার্চ, ২০১৩, ০১:০৪:৫৭ দুপুর
^^ ^^ ^^
এখন বেলা দু-টা পনের মিনিট । খুধাই পেট চো চো করছে । একটি নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে এটা ছোট্ট একটি বাজার নাম=বোদ্যের বাজার সামনে একটি ফার্মেসি নাম= রোনা রোলা ফার্মেসি ,
# ভাইয়া এখানে ব্লগার 'পিটু' র বাসা কোথায় ?
ভদ্রলোক বেশ ভদ্রতার সাথেয় জবাব দিলেন
# ঐ যে সামনের বসতি দেখাযায় ঐ খানেয় গেলে পেতে পারেন ।
দেরি করলামনা । বেশ দ্রুতার সাথেয় এগিয়ে চললাম । দু-পাশে টিনের বাড়ি মধ্যে দিয়ে প্রায় ১০ ফিট চওড়া রাস্তা । না বাড়ি কিনা বলা মুশকিল ৬/৮ পায়া বিশিষ্ট কেবিন ,দু-পাশে দুটি দরজা আর একটি বা দু-টি ছোট ছোট জানালা ,টিনের ওয়াল ,টিনের ছাউনি । একবার ভাবলাম , কি করে এতো গরমের মধ্যে ওদের জীবন কাটে । ভাবতে ভাবতে এগিয়ে চলেছি , প্রায় মাঝ পথে এসে ফোন দিলাম -
# হ্যালো পিটু ভাই আসসালামুআলায়কুম
# ওয়ালায়কুম সালাম, তা ভাই জান কবে আসবেন বললেন নাতো ?
# ক্যানো আমিতো এসে গেছি
# কোথায় এসে গেছেন ?
# এই আপনার গ্রামেয়
উনি বোধহয় হতচকিত হলেন ,এই মাত্র সকালে কথা হলো আর কিকরে একটি মানুষ বিনাসোচে প্রায় ৫শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে এতো দ্রুত আসতে পারে উনি হয়তোবা এটা ভাবতেছিলেন ,তাই আমিই বলে উঠলাম
# আসলে আমি এমনই বাউনন্ডেলে টাইপের লোক ,যখন যেটা ইচ্ছা জাগে তা না করা পর্যন্ত যেন আমার শান্তি মেলেনা , তাছাড়া আপনিতো বলেছেন আমি যেকোন মুহুর্তে আসতে পারি । তাই খুব একটা দেরি করতে চাইনি ,কারন অন্য প্রগ্রাম মাথায় আসার আগেয় এই কাজটা সেরে ফেলায় ভালো নয় কি ?
একটু প্রস্তুতি নিয়ে নিয়েছেন ততক্ষনে
# না না ঠিক আছে আসুন আসুন । আসলে হয়েছে কি আমি একটু বাইরে আছি । এসে যাবোক্ষন । ভাববেন না আমি বাড়িতে বলেদিচ্ছি আমার পরিচয় দিয়ে ভেতরে বসেন ।
# আচ্ছা , তাহলে কাউকে একটু বেরুতে বলুন , আমিতো আপনার বাসা চিনিনা ,
# চিনে যাবেন এতোটা রাস্তা যখন আসতে পেরেছেন তখন ঠিক চিনে যাবেন , তাছাড়া আমার বাসা গ্রামের ঠিক শেষ মাথায় ।
# তবু ও কেউ একটু বেরুলে ভালো হতো না কি ?
# ঠিক আছে ঠিক আছে , এগুতে থাকুন আমার ছোট বোনটি বেরুবে ।
# ধন্যবাদ
পুরু টিনের বাউন্ডারি খোলা বারান্দা , বারান্দা পেরুলে পিটু সাহেবের শোবার ঘর । আমাকে নিয়ে বসালেন পিটু সাহেবের ঘরে । একটি ডবল বেড , একটি ডাইনিং টেবিল ক-খানা চেয়ার ,একটি ইজি চেয়ার এবং সামনে কম্পিউটার টেবিলে পাতা কম্পিউটার । গিয়ে বসলাম কম্পিউটারের সামনে । পিসিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্লে করলাম কম্পিউটার , ১০/১১ ইঞ্চি ছোট একটি মনিটর । ফায়র ফক্স ব্রাউজার দিয়ে সোনার বাংলাদেশ ব্লগ এ ব্রাউজ করেছি মাত্র , ততক্ষনে পিটু সাহেবের বোন টেবিলে খাবার লাগিয়ে আমাকে উদ্দেশ্য করে
# নিন জনাব আগে খেয়ে নিন
# জি খাবো ক্ষন , আপনি খেয়ে ছেন ?
# জি মহাশয় হজম হয়ে গিয়েছে বোধহয়
# তাহলে আপনি আগে খাওয়া শুরু করুন
# জি না , আপনি মেহমান
বলতে বলতে একেবারে ঘাড়ের উপরে চেয়ারের হাতলে হেলান দিয়ে
# উ.. সোনার বাংলাদেশ ব্লগ , তার মানে ব্লগার বন্ধু ?
# ঠিক ধরেছেন, কি নাম আপনার ?
# মাধবি , আর আপনি আমাকে আপনি না বললেও পারেন কারন আমি পিটু ভাইয়ার ৭ বছরের ছোট বোন । এবার উঠুন খাবেন ।
# জি চলুন , বলে কম্পিউটারটি বন্ধ করে খেতে গেলাম । সবে মাত্র খাওয়া শেষ করে উঠেছি , এরই মধ্যে পিটু ভাই সাথে তিনজন বন্ধু নিয়ে প্রবেশ করলেন । সালাম বিনিময় করে বললাম
# আপনি তো ঠিক নিকে ব্যবহৃত ফটোর মতই
# তা আর যা বলেন , কিন্তু আপনাকে নিকের ফটো দেখে চেনা যায়না ।
একটু হেসে উঠলাম
# সত্তিই বলেছেন , আসলে নিকের দেয়া ছবি টা একযুগ আগের আর এখনকার অবস্হা তো দেখতেই পাচ্ছেন ।
# তাতো পাচ্ছিই
ততক্ষনে উনার বন্ধুরা বলে উঠলেন
# এটিকি সেই ব্লগার
# হাঁ , এই সেই ব্লগার ভাই , বেশ ভালোয় লেখেন তবে লেখায় একটা আঞ্চলিক ভাষার ভাব আছে ।
# তাতো পড়েছি তা তো পড়েছি ।
এভাবেই বেশ কিছুক্ষন কথা হলো ,এবার উঠার পালা
# ঠিক আছে এবার তাহলে উঠি ?
# কি বলেন এখনই যাবেন ?(বললেন পিটু ভাই)
# জি হাঁ যেতে হবে , বেশ ব্যাস্ত মানুষ আমি এক্ষুনি বেরুতে হবে , নয়লে ফিরতে রাত হয়ে যাবে , আবার দেখা হবে ।
# যাবেন যখন , ঠিক আছে চলুন আপনাকে এগিয়ে দেয় -
# চলুন
এবার পিটু ভাই এগুতে লাগলেন আমিও জুতো পরার জন্য উদ্যোত হলাম । কিন্তু ওমা একি আমার য়ে জুতো নেয় শুধু মোজা জোড়া পড়ে আছে । তাহলে এখন উপায় ? তাহলে কি খালি পায়ে যেতে হবে ? কাকে বলি ? কিন্তু কাউকেউ তো দেখছিনা মনে হচ্ছে সবাই এগিয়েছে । এদিক ওদিক খুজে দুই দিক থেকে দুটো জুতা দু-পায়ে দিয়ে এগুতে যাবো এমন সময় মাধবি এসে হাসতে লাগলে আমি পায়ের দিকে চেয়ে বেশ লজ্জা পেলাম । ওমা একি ! আমি যে দুটো দুই রঙ্গের জুতো পরেছি । লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল । মাধবি বলে উঠলো আসুন এগুলো খুলে চটি পরে , গেটের বাইরে আপনার জুতো রাখা আছে , বলে সেও বেরিয়ে গেলো । যাক একটু আসস্ত হতে পারলাম এর পর চটি পরে বাইরে বেরিয়ে দেখি .........
( ফজরের নামাজের সময় হয়েছে , মোবাইলের এ্যলার্ম বেজে উঠলো ঘুম ভেঙ্গে গেলো , ভেঙ্গে গেলো স্বপ্ন ও..... শুধু রয়ে গেল সোনার বাংলাদেশ ব্লগের সাথে মাখা সেই স্বপ্ন )
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন