দিদির দাদা

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ মার্চ, ২০১৩, ০১:৪৪:২৭ দুপুর

দিদির দাদা

মহা রাজা

দাদার দিদি রাণী

দিদি মণী

চায় পেতে চায়

গঙ্গা নদীর পানি।

দাদারও চাই

দিদি মণীর

আবক্ষ সম্পদ

ভাবছে দিদি

চাঁনক্য দাদা

করবেনাতো বরবাদ?

লাল সবুজের

দোপাট্টা দিদির

বড়ই অরক্ষিত

ভয়ে মরি

কখন যে দাদা

করে কুক্ষিগত।

দাদা বাবু

করছে কাবু

নিজামের হায়দারাবাদ

এক ঘন্টায়

দর্জির সিকিম

হয়েছে বরবাদ।

এবার দাদার

ললুপ দৃষ্টি

দিদিমণীর দিকে

গেড়ুয়া দাদার

সবুজ স্বপ্ন

করতে হবে ফিকে।

বিষয়: সাহিত্য

১৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File