হিংসা নয়, চেষ্টা করো তুমি পারবে
লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৪:০২ সন্ধ্যা
জামায়াতের
ডাকা সকাল সন্ধ্যা হরতাল , কিন্তু আমার তো যেতেই হবে । আসলে আমি একজন
মৎস্য চাষী , মাছ বিক্রয়ের জন্য আড়তে পাঠানো হয়েছে তাই যেতেই হবে । বেরিয়ে
পড়লাম অনেকটা হতাশা আর শংকা নিয়ে । জানতে পারলাম মাছ বহনের জন্য কোন বাধা
নেয় । যায় হোক অনেকটা আসস্ত হলাম । সকালের ৮টা বাজার পুর্বেই মাছ বিক্রয়
শেষ । এবার যাবার ফেরার পালা । ফাকা রাস্তা রাস্তায় অতিব প্রয়োজনিয় যানবাহন
সাইকেল রিক্সা ভ্যান আর নসিমন । অনেকে ভাবতে পারেন নসিমন কি ? তাই খোলাশা
করে নেই , আসলে এটি একটি বিরক্তি কর যানবাহন ,শব্দ দূষনের শোর্ষ বলতে পারেন
এটি বন্ধ হবার আগ পর্যন্ত ভুট ভুট ভুট ভুট ভুট..........চলতেই থাকে । যদি
অতিব প্রয়োজনিয় কোন কল আসে ফোনে তবুও শোনার কোন কায়দা নেয় । এর উপর তো আছে
ডিজিটাল রাস্তা ।
এই রাস্তার একটি বিশেষ গুন আছে , এই রাস্তায় এই যানবাহনে চলা চল করলে
গর্ভবতি নারীর গর্ভপাতের জন্য সিজারের প্রয়োজন হবার কথা নয় । আর ৯মাসের
গর্ভবতি হলে নির্ঘাত গর্ভপাত ।
রাস্তায় চলতে চলতে দেখলাম ৩দিনের জন্য হলেও অসাধু ঠিকাদারদের দিয়ে রাস্তা
মেরামত চলছে । যে রাস্তা গুলো তিন দিন পূর্বে মেরামত করেছে চলতি পথে তাও
চোখে পড়লো আর শেখ মুজিবের একটি কথা মনে পড়ল ' সবাই পেল সোনার খুনি আর আমি
পেলাম চোরের খুনি , সাড়ে সাত কোটি বাংগালীর আট কোটি কম্বল আমার কম্বল কৈ ? "
বেচারা তার নিয়োজিত সাঙ্গ পাঙ্গ চোর দের চিনতে পেরেছিল ,একটু দেরিতে হলেও ।
কিন্তু তার অযোগ্য কন্যা নিয়োগ দিয়েছে ডাকুদের ,এবং তার খেশারতও তাকে দিতে
হবে । অবশ্য আমার এই কথা কারও ভালো লাগবেনা কিন্তু আমি আশস্ত ' গরিবের কথা
বাসি হরেও ফলে ' ।
অনেক কিছুই চোখে পড়ছিল এই নসিমনে বসে । মাঠ , গাছ ,শষ্য আর জনতার নিরবোতা ।
জনগনের একটি মৌন সমর্থন বিশেষ ভাবে লখ্য করাগেল । আমি আস্তে আস্তে আশস্ত
হতে লাগলাম কৃষকদের এই বোধদয় দেখে , সংকটের এই মুহুর্তে আমার মত তারাও
বুঝতে শিখেছে আমাদের এই সুফলা জমিন গুলোর সঠিক ব্যবহার । যেসব জমিতে আদৌ
কোন ফসল ফলানো হতোনা শুধু মাত্র আমন ছাড়া সেই সব জমি এই সমাকার ফষলে হলুদ
আর সবুজে ভরে গেছে । এবার গতবারের প্রায় দ্বি গুন জমিতে গম ও সষ্য চাষ করা
হয়েছে । আর আমরা মৎস্য চাষি তিন পার্টনার এবার ভিন্য কিছু করার চেষ্টা
করলাম এবং মাছ চাষের পাশা পাশি প্রায় ১১৫২০০ বর্গ মিটার জায়গায় গম এবং
৫০০০০ বর্গমিটার জায়গায় সরিশা আর প্রায় ১০০০ বর্গ মিটার জায়গায় পেয়াজ চাষ
করেছি এবং বেশ ভালো ফলা ফল লখ্য করা যাচ্ছে ইনশাআল্লাহ ।
আমরা যে জায়গাটি আবাদ করেছি সে জায়গা গুলো আমন চাষের পর পরিত্যাক্ত রয়ে যায়
। এলাকা বাসি এমন সুজলা সুফলা দৃশ্য দেখে আশন্যিত । এর পর আর হয়তো জায়গা
গুলো ফাকা পড়ে থাকবে না ।
সয্য হয়েযেতে লাগলো সেই ঝাকুনি আর ভুট ভুট শব্দ ,আর একটু একটু ভালো লাগতে
লাগলো এই ভ্রমোন । যানবাহনটির এক জায়গায় গিয়ে চোখ বিধে গেল ,সেখানে লিখা
'হিংসা নয় , চেষ্টা করো তুমি পারবে '
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন