প্লিজ স্যার এটা করবেন না (গলায় দড়ি দিবেন না)

লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ৩০ আগস্ট, ২০১৫, ০৮:২১:৫৩ রাত



স্যারকি শেষমেষ আত্মহত্যা করবেনই ? প্লিজ স্যার এটা করবেন না (গলায় দড়ি দিবেন না)

এমনিতেই আপনার জানাযায় দ্বীনদার পাওয়া মুশকিল হবে, তার উপর আবার আত্মহত্যা!

না স্যার এটা করবেন না, আমরা আছি আপনার সাথে, মাথায় তুলে রাখবো।

শুধু নাস্তিকতাপূর্ণ কথাগুলো থেকে একবার তাওবাহ করুন! ফিরে আসুন সত্যের দিগে।

দেখলেনতো, আপনার ইহকাল কেমন বিষাক্ত হয়ে গেছে, আপনাদের আদর্শের সন্তানেরাই আপনাদের উপর চেতনার প্রেকটিস করছে, তাতে আপনি কষ্ট পেয়ে গলায় দড়ি দেওয়ার কথা ভাবতেছেন, দুনিয়াতো আপনর জন্য এক প্রকার শেষ হয়েই গেল, এখন কি আপনি আখেরাতও হারাতে চান?

কিন্তু বিশ্বাস করুন স্যার আমরা চাই না, আমরা চাই আপনি সব খানেই সম্মানিত থাকেন।

একটু ট্রাই করে দেখুন না প্লিজ স্যার!

শুধু অতিত কৃতকর্মের জন্য মন থেকে একবার তাওবাহ!!!

প্লিজ স্যার!!!!

(স্যারের সাথে কারো যোগাযোগ থাকলে মেসেসটা পৌছিয়ে দিবেন প্লিজ!)

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338674
৩০ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : ওনার তওবাহ করাটা বেশি প্রয়োজন! যার মাধ্যমে শত শত নাস্তিক ভালো হয়ে যাবে! !!
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:০৯
280135
সালসাবীল_২৫০০ লিখেছেন : আল্লাহ চাইলে হেদায়েত হইতে কতক্ষন !
আপনাকে ধন্যবাদ
338677
৩০ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
নাবিক লিখেছেন : উনার অবস্হা দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে...টিভিতে যেভাবে কাঁদো কাঁদো চেহারায় কথাগুলো বললেন। আহা বেচারা...
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
280136
সালসাবীল_২৫০০ লিখেছেন : তওবা করে ফিরে না আসলে, আখেরাতে কান্দার শেষ হবেনা।
আপনাকে ধন্যবাদ
338685
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৩
রক্তলাল লিখেছেন : পাগল লোক এটা
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৫
280137
সালসাবীল_২৫০০ লিখেছেন : জাতে পাগল, তালে ঠিক আছে!
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
280138
রক্তলাল লিখেছেন : তালে ঠিক যখন মাইর পড়ে।
338704
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:১৭
আবু জান্নাত লিখেছেন : আহ! আবেগ ও দরদমাখা কথাগুলো যদি কাজে আসতো!
338706
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:২০
সালসাবীল_২৫০০ লিখেছেন : আল্লাহ চাইলে কাজে আসতে কতক্ষন !
আপনাকে ধন্যবাদ
338721
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ষাঁড়ের অপমানে ক্রঁদন করে না যেই জন , শাহবাগী নয় চেতনাহীন সেই জন !!
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:০২
280158
সালসাবীল_২৫০০ লিখেছেন : আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ চাইলে হেদায়েত হইতে কতক্ষন।
যেহেতু ঠুশ খাইছে, হুশ হইলেও হইতে পারে!
338732
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গলায় উনি দিবেন না তবে কোমড়ে পরতে পারেন!!
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
280208
সালসাবীল_২৫০০ লিখেছেন : ঠিকই বলেছেন, পাগল হইলেও মাথা ঠিক আছে !!!
ধন্যবাদ আপনাকে।
340298
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : লুইচ্চা জাফ্রিক বালকে হালকা পাতলা আদর করার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ....
আওয়ামী লীগের একনিষ্ঠ অনুসারী "পেইড ইন্টেলেকচুয়াল" ডঃ শেখ জাফর ইকবাল ছাত্রলীগের সোনার ছেলেদের হাতে তাঁর স্ত্রীর মার খাওয়া দেখে জানিয়েছেন তাঁর এখন গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ। তবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সাহস যার ছিলো না তার পক্ষে এটাও সম্ভব না হওয়ায় এখন তিনি মানসিক কষ্টে ভুগছেন।
340617
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
সালসাবীল_২৫০০ লিখেছেন : ধন্যবাদ চমতকার মন্তব্যের জন্য, ভালো থাকবেন সবসময় এই কামনা রইলো Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File