প্লিজ স্যার এটা করবেন না (গলায় দড়ি দিবেন না)
লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ৩০ আগস্ট, ২০১৫, ০৮:২১:৫৩ রাত
স্যারকি শেষমেষ আত্মহত্যা করবেনই ? প্লিজ স্যার এটা করবেন না (গলায় দড়ি দিবেন না)
এমনিতেই আপনার জানাযায় দ্বীনদার পাওয়া মুশকিল হবে, তার উপর আবার আত্মহত্যা!
না স্যার এটা করবেন না, আমরা আছি আপনার সাথে, মাথায় তুলে রাখবো।
শুধু নাস্তিকতাপূর্ণ কথাগুলো থেকে একবার তাওবাহ করুন! ফিরে আসুন সত্যের দিগে।
দেখলেনতো, আপনার ইহকাল কেমন বিষাক্ত হয়ে গেছে, আপনাদের আদর্শের সন্তানেরাই আপনাদের উপর চেতনার প্রেকটিস করছে, তাতে আপনি কষ্ট পেয়ে গলায় দড়ি দেওয়ার কথা ভাবতেছেন, দুনিয়াতো আপনর জন্য এক প্রকার শেষ হয়েই গেল, এখন কি আপনি আখেরাতও হারাতে চান?
কিন্তু বিশ্বাস করুন স্যার আমরা চাই না, আমরা চাই আপনি সব খানেই সম্মানিত থাকেন।
একটু ট্রাই করে দেখুন না প্লিজ স্যার!
শুধু অতিত কৃতকর্মের জন্য মন থেকে একবার তাওবাহ!!!
প্লিজ স্যার!!!!
(স্যারের সাথে কারো যোগাযোগ থাকলে মেসেসটা পৌছিয়ে দিবেন প্লিজ!)
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
যেহেতু ঠুশ খাইছে, হুশ হইলেও হইতে পারে!
ধন্যবাদ আপনাকে।
আওয়ামী লীগের একনিষ্ঠ অনুসারী "পেইড ইন্টেলেকচুয়াল" ডঃ শেখ জাফর ইকবাল ছাত্রলীগের সোনার ছেলেদের হাতে তাঁর স্ত্রীর মার খাওয়া দেখে জানিয়েছেন তাঁর এখন গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ। তবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সাহস যার ছিলো না তার পক্ষে এটাও সম্ভব না হওয়ায় এখন তিনি মানসিক কষ্টে ভুগছেন।
মন্তব্য করতে লগইন করুন