আড়াইহাজারে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে তারই আপন চাচা !
লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ১৩ নভেম্বর, ২০১৪, ১২:২০:০৬ রাত
হাজারো ইতিহাসের এই পৃথিবীতে কত কিছুইনা ঘটে! কখনো মর্মান্তিক কখনো রোমান্টিক। মাঝে মাঝে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটে, যা মর্মান্তিকের সীমা ছাড়িয়ে যায়। এমনি একটি ঘটনা আমাদের বাড়ি থেকে মাত্র আধা (আমাদের পাশের গ্রাম) কিলোমিটার দূরে আড়াইহাজার থানার লালুরকান্দি গ্রামে ঘটেছে। প্রতিদিনের মত স্বাভাবিক ভাবেই শিশুটির সকাল শুরু হয়। সকাল ১০ টা নাগাদ শিশুটির চাচা তার মায়ের কাছ থেকে তাকে নিয়ে মাকে বাড়ির আঙিনায় কাজ করতে পাঠায়। বাবা থাকে বিদেশে, সেই সুবাদে চাচার লুলুপ দৃষ্টি পরে শিশুটির মায়ের উপর। মা রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ক্ষোভ মিঠানোর জন্য বেছে নেয় শিশুটিকে। পাষন্ড চাচা আজ ১২/১১/২০১৪ সকাল ১০ টা নাগাদ পাশের একটি নির্মানাধীন বাড়িতে নিয়ে ছুরি চালায় দেড় বছরের হতভাগা এই ভাতিজার গলায় ! আশপাশের গ্রাম থেকে হাজার হাজার উৎসুক নারী-পুরুষ জড়ো হতে থাকে লালুরকান্দি গ্রামে। শত শত মায়েরা আসতে থাকে একমাত্র পুত্রকে হারানো অভাগা মায়ের দুঃখ দেখার জন্য। সকলেই যেন শান্তনার ভাষা হারিয়ে ফেলেছে। লাখো মায়ের শান্তনার বানী কি পারবে, এই অভাগা মায়ের দুঃখ লাঘব করতে ?
বিষয়: বিবিধ
২২৬৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
(একমত ভাইজান)
মানুষ হইয়ে যাচ্ছে দানব ।মানুষের মাঝে ইসলামী মুল্যবোধের অভাব তাই মানুষ পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে ।
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন