আড়াইহাজারে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে তারই আপন চাচা !

লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ১৩ নভেম্বর, ২০১৪, ১২:২০:০৬ রাত



হাজারো ইতিহাসের এই পৃথিবীতে কত কিছুইনা ঘটে! কখনো মর্মান্তিক কখনো রোমান্টিক। মাঝে মাঝে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটে, যা মর্মান্তিকের সীমা ছাড়িয়ে যায়। এমনি একটি ঘটনা আমাদের বাড়ি থেকে মাত্র আধা (আমাদের পাশের গ্রাম) কিলোমিটার দূরে আড়াইহাজার থানার লালুরকান্দি গ্রামে ঘটেছে। প্রতিদিনের মত স্বাভাবিক ভাবেই শিশুটির সকাল শুরু হয়। সকাল ১০ টা নাগাদ শিশুটির চাচা তার মায়ের কাছ থেকে তাকে নিয়ে মাকে বাড়ির আঙিনায় কাজ করতে পাঠায়। বাবা থাকে বিদেশে, সেই সুবাদে চাচার লুলুপ দৃষ্টি পরে শিশুটির মায়ের উপর। মা রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ক্ষোভ মিঠানোর জন্য বেছে নেয় শিশুটিকে। পাষন্ড চাচা আজ ১২/১১/২০১৪ সকাল ১০ টা নাগাদ পাশের একটি নির্মানাধীন বাড়িতে নিয়ে ছুরি চালায় দেড় বছরের হতভাগা এই ভাতিজার গলায় ! আশপাশের গ্রাম থেকে হাজার হাজার উৎসুক নারী-পুরুষ জড়ো হতে থাকে লালুরকান্দি গ্রামে। শত শত মায়েরা আসতে থাকে একমাত্র পুত্রকে হারানো অভাগা মায়ের দুঃখ দেখার জন্য। সকলেই যেন শান্তনার ভাষা হারিয়ে ফেলেছে। লাখো মায়ের শান্তনার বানী কি পারবে, এই অভাগা মায়ের দুঃখ লাঘব করতে ?



বিষয়: বিবিধ

২২৬৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283729
১৩ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৮
বড়মামা লিখেছেন : ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ পশু হয়ে গেছে।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
227006
সালসাবীল_২৫০০ লিখেছেন : ঠিক বলেছেন ভাইজান !
ধন্যবাদ।
283738
১৩ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৮
শেখের পোলা লিখেছেন : প্রকাশে্য চৌমাথায় চাচার গলায় ছুরি চালানো হোক৷
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
227008
সালসাবীল_২৫০০ লিখেছেন : চাচাকে খুজে পাওয়া যাচ্ছেনা ! আশা করি তাকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করা হবে।
283748
১৩ নভেম্বর ২০১৪ রাত ০২:১৩
নাছির আলী লিখেছেন : দুনিয়াবি শিষ্কা মানুষকে কত নিচে নামাইতে পারে কল্পনা করা যায়না। এই দুপায়ি জানুয়ার কে ইসলামি শরিয়া মতে প্রকাশে্য বিচার করা উচিত।
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৩
226918
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : দুনিয়াবী মানে কি ?
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
227018
সালসাবীল_২৫০০ লিখেছেন : সকল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও অতি প্রায়োজন, মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।
283768
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৫৪
তহুরা লিখেছেন : চাচা নাস্তিক আওয়ামীলীগ ।।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
227017
সালসাবীল_২৫০০ লিখেছেন : আমারও তাই মনে হয় আপা !
ধন্যবাদ।
283775
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৭
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এরকম ছবি প্রকাশ থেকে বিরত থাকুন।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
227005
সালসাবীল_২৫০০ লিখেছেন : আসলে ছবিটা নাদিলে ঘটনাটা যে কত মর্মান্তিক তা বোজানো যেতোনা !
ধন্যবাদ।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
227037
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এসব ছবি কখনো মিডিয়াতে আসা উচিৎ নয়। এসব ছবি অনেকের মানুসিকতার উপর তীব্র আঘাত ফেলে।
283776
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আহা !!! এই ছোট্ট, সুন্দর সোনামনিটা এভাবে নিথর পড়ে আছে !!!!!!
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
227015
সালসাবীল_২৫০০ লিখেছেন : মর্মান্তিক বড়ই মর্মান্তিক !
283786
১৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
মামুন লিখেছেন : আমিও জেরির সাথে একমত। ছবিগুলো সত্য হলেও ভয়াবহ। দেখলে হৃদয়টা দুমড়ে মুচরে যায়। এরকম পশু প্রবৃত্তির মানুষদের এই সমাজ থেকে নির্বাসনে পাঠানো উচিত। খুবই কষ্ট পেলাম।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
227014
সালসাবীল_২৫০০ লিখেছেন : এরকম পশু প্রবৃত্তির মানুষদের এই সমাজ থেকে নির্বাসনে পাঠানো উচিত।
(একমত ভাইজান)
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
227038
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : একমত হবার জন্য ধন্যবাদ ভাই।
283828
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
বেআক্কেল লিখেছেন : চোখের পানি ধরিয়া রাখিতে পারিলাম না। কত অসহায়, কত নিষ্পাপ, কত মায়া ভরা এই বয়সের প্রতিটি শিশু। যার সন্তান নাই সেই জানে একটি শিশুর কত মূল্য! হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
227011
সালসাবীল_২৫০০ লিখেছেন : চাচাকে খুজে পাওয়া যাচ্ছেনা ! আশা করি তাকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করা হবে।
283829
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
সত্যলিখন লিখেছেন :


মানুষ হইয়ে যাচ্ছে দানব ।মানুষের মাঝে ইসলামী মুল্যবোধের অভাব তাই মানুষ পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে ।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
227010
সালসাবীল_২৫০০ লিখেছেন : আপনার সাথে একতম আপা !
১০
283839
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৪
লোকমান লিখেছেন : দু:খজনক। দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
227009
সালসাবীল_২৫০০ লিখেছেন : চাচাকে খুজে পাওয়া যাচ্ছেনা ! আশা করি তাকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করা হবে।
১১
283846
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫০
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
227004
সালসাবীল_২৫০০ লিখেছেন : ধন্যবাদ।
১২
283852
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
এস এম আবু নাছের লিখেছেন : এরকম ছবি না দেওয়া ভাল। আমরা পশুদের নৃশংসতা তুলে ধরতে গিয়ে তা অন্যদের মনেও যে বিরূপ প্রভাব পরতে পারে সে বিষয়টি একদম এড়িয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
227003
সালসাবীল_২৫০০ লিখেছেন : আসলে ছবিটা নাদিলে ঘটনাটা যে কত মর্মান্তিক তা বোজানো যেতোনা !
আপনাকে ধন্যবাদ।
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
227039
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই। আসলে খুব খারাপ প্রভাব পড়ে। ব্লগে অনেক তরুণেরাও আছে, তাদের মনে বড় আঘাত আসতে পারে।
১৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৯
227126
এস এম আবু নাছের লিখেছেন : সহমত। @জেরী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File