নিয়তের ফল
লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ২৬ অক্টোবর, ২০১৪, ০৮:০১:২৪ রাত
একদা এক নেককার ব্যক্তি সপ্নে দেখেছিলেনঃ এক বাদশা বেহেশতে বিচরন করছেন, আর একজন দরবেশ দোযখে শাস্তি ভোগ করছেন। তখন ঐ নেককার লোকটি আল্লাহর দরবারে মুনাজাত করলেনঃ
আয় বারে খোদা, বাদশার এমন সৈাভাগ্য হওয়ার কারন কি? আর দরবেশের এই ভয়াভহ পরিনতিরই বা হেতু কি? আমাদের ধারনাতো এর পুরু উল্টো।
গায়েবি আওয়াজ এলো - এই বাদশা ফকিরির ইরাদার করনে বেহেশতী হয়েছে, আর এই দরবেশ রাজা-বাদশাদের নৈকট্য লাভ ও লোক দেখানো ইরাদার কারনে দোযখি হয়েছে।
মূলত এই বাদশা বাদশাহী করেছেন দুঃস্থ মানবতার খিদমতের নিয়তে, তাই তিনি মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় জান্নাতের মত বিশাল নেয়ামত লাভে ধন্য হয়েছেন। আর এই দরবেশ রাজা-বাদশাদের দান পাওয়ার লোভে দরবেশ সেজে ছিলেন, তাই সে দোযখের ভয়াভহ শাস্তি ভোগ করছে।
মানুষের কাজের ফলাফল তার নিয়তের উপর নিরভরশীল, মানুষকে তার বাহ্যিক অবস্থা দ্বারা মূল্যায়ন করা যায়না, অনেক রাজা বাদশা ও ধনী লোক তাদের নিয়তের কারনে বেহেশতে গমন করবেন, আবার অনেক পীর-দরবেশও তাদের নিয়তের কারনে দোযখে অবস্থান করবেন।
(আল্লাহ তায়ালাই ভাল জানেন)
(যতটুকু মনে পড়ে আমি যখন ছাত্র ছিলাম তখন এই গল্পটি শেখ সাদীর (রঃ) কোন গল্পের বইতে পড়ে ছিলাম)
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ।
'কর্মের ফলাফল নিয়্যতের উপরই নির্ভলশীল' প্রিয় নবী সাঃএর অমীয় এই বানীই প্রতিধ্বনী হয়ছে অসাধারণ লেখনীতে।
আল্লাহ যেন আমাদের 'নিয়্যত'কে সঠিক করে দেন, আমিন।
অনেক ধন্যবাদ আপনাকে......
(আল্লাহ যেন আমাদের 'নিয়্যত'কে সঠিক করে দেন, আমিন)
লিখতে জানিনা ভাইজান, তবে চেষ্টা করবো, দোয়ার দরখাস্ত রইল।
আ.....মি.....ন
আপনাকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন