যারা ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবি পালন করেন তাদের প্রতি আমাদের কিছু সরল প্রশ্ন

লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ০৪ জানুয়ারি, ২০১৫, ০৮:৪৬:২১ রাত



ঈদ আরবী শব্দ, অর্থ আনন্দ। সুন্নাহ মতে মুসলমানদের বাৎসরিক ঈদ দুইটি;ঈদুল আযহা, ঈদুল ফিতর।

দুটি বড় ইবাদাত সমাপ্তির পর রাব্বুল আ’লামীনের পক্ষে নগদ পুরষ্কার। আল্লাহ নিজে মেযবান, আর অনুগত বান্দাহ মেহমান। রবের পক্ষে দাওয়াত থাকায় এদিন রোযা রাখা হারাম।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোযা রাখার কারন জিঙ্গেস করায় তিনি বলেছিলেন সর্ব প্রথম ওহী এবং তাঁর জন্মের দিন এটি।

কাজেই আমাদের কিছু সরল প্রশ্ন;

১. জন্মের দিনকে ঈদ নাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কেন রোযা রাখলেন?

২. এটা যদি ইবাদত হয় রাসূল নিজে এবং সাহাবায়ে কিরাম রাযিঃ তাবেঈন, তাবয়ে তাবেঈনরা কেন ছাড়লেন?

৩.হাদীস দ্বারা দুইটি ঈদই প্রমাণিত, অন্য কোন দিনকে ঈদ স্বীকৃতি দেয়ার আমি কে?

৪.১২ ই রবিউল আউয়ালই কি জন্ম দিন? নাকি শক্তিশালি ভিন্ন মতও আছে?

৫.১২ ই রবিউল আউয়াল মৃত্যুর দিন এটা মোটামোটি নিশ্চিত; এই দিনেও আনন্দ প্রকাশ কিসের পরিচয় বহন করে?

৬.জন্মের দিনে আবু লাহাব আনন্দিত হয়েছিল, নবুওয়াত প্রাপ্তির পর চূড়ান্ত দুশমন হয়ে যায়। কিন্তু মৃত্যুর দিনে সব দুশমানরাই আনন্দিত হয়েছিল, আবু লাহাব বেঁচে থাকলে হয়ত এই আনন্দের নেতৃত্ব সেই দিত। আমরা মুসলিমরা এই দিনকে ঈদ ঘোষণা দিয়ে আসলে কোন দলের সাথী হচ্ছি?

৭. সবচেয়ে হতাশার কথা হচ্ছে নাস্তিক মুরতাদরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে তখন এই কথিত আশেকদের মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখা যায়, আসলে এরা কারা?

আমরা ফিতনা চাইনা, সদুত্তর চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরাও ভালবাসি তবে আবুলাহাবের মত নয়; নিজের শরীরের শেষ রক্ত বিন্দুর বিনিময়ে হলেও সেটার প্রমাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই শরীয়ত স্বীকৃত যেন হয়।

ভালবাসার নামে এই প্রহসন বন্ধ হোক, বন্দ হোক ভন্ডামি আর দালালি; শরীয়াহ যেন উপহাসের বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে সবার।

বিষয়: বিবিধ

২১৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299283
০৫ জানুয়ারি ২০১৫ রাত ১২:০০
আবু লাবীব ইউসুফ সরকার লিখেছেন : এক শ্রেণীর মানুষের পকেট ভারি করার এটি একটি সহজ পথ মাত্র। আল্লাহ্ আমাদের ঈমান ও আক্বীদাকে শিরক ও বিদআত থেকে হেফাজত করুন,উপযুক্ত সময়ে সুন্দর লিখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০৫ জানুয়ারি ২০১৫ রাত ১২:১১
242290
সালসাবীল_২৫০০ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ যুক্তিসঙ্গত মন্তব্য করার জন্য।
299291
০৫ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.............ভাইয়া। বাস্তবতার আলোকে অনেক সুন্দর বিস্লেশন। লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। বারাকাল্লাহু ফিক।
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১১
242450
সালসাবীল_২৫০০ লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম...
আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগতেছে।
(দুয়ার দরখাস্ত পেশ করলাম)
299301
০৫ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪৩
udash kobi লিখেছেন : পিলাচ পিলাচ
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪২
242452
সালসাবীল_২৫০০ লিখেছেন : ধন্যবাদ
299420
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:০৬
কাহাফ লিখেছেন :
স্বার্থান্বেষী ধান্ধাবাজ মানুষের সৃষ্ট এই সব বেদাতী-নিকৃষ্ট কর্মকান্ডে কিভাবে জনতা অংশ গ্রহন করে তা ভাবতেও অবাক লাগে! কতটা নির্বুদ্ধির মানুষ হলে এই সবে যায়???
299526
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৪
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
(দুয়ার দরখাস্ত পেশ করলাম)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File