ধন্যবাদ টুডে ব্লগ
লিখেছেন লিখেছেন সালসাবীল_২৫০০ ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০২:৪৩ দুপুর
লিখতে জানিনা, তবে ভাল লেখা পড়তে বেশ পছন্দ করি।
প্রবাসে বসে ইন্টারনেটের কল্যাণে এইসব লেখা পড়তাম আর মানষিক ভাবে অনেক ইজি থাকতাম। কিন্তু মাঝখানে একটি ব্লগ বন্ধ হয়ে যাওয়াতে অনেককে মিস করতাম। কিন্তু মহান আল্লাহ তা'য়ালার রহমতে টুডে ব্লগে এসে আবার অনেক প্রিয় মূখকে দেখতে পেয়ে মনে কিছু শান্তি অনুভব করছি।
ধন্যবাদ টুডে ব্লগ।
আপনাদের সাথে নিয়মিত থাকার চেস্টা করবো ইনশাআল্লাহ।
সবার কছে আমার জন্য দোয়ার দরখাস্ত পেশ করলাম। আমি অধমের পক্ষ থেকেও সবার জন্য রইল দোয়া ভালবাসা।
বিষয়: বিবিধ
১৯৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাস জীবনের একাকীত্বে পরম বন্ধু হয়ে ধরা দিয়েছে'টুডে ব্লগ' আমার ক্ষেত্রেও।
আমিও সাধারণ এক পাঠক/মন্তব্যকারী হিসেবে আপনাদের পিছু পিছু আছি শ্রদ্ধেয় সালসাবিল_২৫০০ ভাই!
অনেক শুভ কামনা আপনার জন্যে....।
ভাল থাকবেন সবসময় এই কামনাই করি।
মন্তব্য করতে লগইন করুন