সোহাগী মায়ের অন্ধ আদর

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০৯ জুলাই, ২০১৩, ০৩:১৩:১৭ দুপুর



ইউরোপের দেশগুলোতে বাবা মায়েরা বাচ্চা নিয়ে আসে কি করে বাচ্চার ওজন কমানো যায় কিভাবে খাওয়া কমানো যায় আর আমাদের দেশে বাবা মায়েরা আসে কি করে ওজন বাড়ানো যায় কিভাবে খাওয়া বাড়ানো যায় ? বড়ই সেলুকাস । অথচ তারা বুঝেনা ওজন বাড়ানোর মধ্যে ভালো কিছু নাই ।মায়েরা কত অবুঝ হয় শুনবেন ?

পেডিয়াট্রিক ডাক্তারদের একটা কমন কথোপকথন শোনাই

মাঃ স্যার বাচ্চাটা কিচ্ছু খায়না কি করি আর খালি বলে দুর্বল লাগে ?

ডাক্তারঃ না চার্ট অনুযায়ী এই বয়সে আর এই উচ্চতায় তার যে ওজন দরকার তার চেয়ে চেয়ে তার ওজন ৫ কেজি বেশী আছে ।

মাঃ কিন্তু দুর্বল লাগে যে ?

আচ্ছা আপনার শাড়িতে যদি ৫ কেজি ইট বেঁধে দেওয়া যায় তবে আপনি কি সহজভাবে সব কাজ করতে পারবেন নাকি একসময় দুর্বল হয়ে পড়বেন?

মাঃ দুর্বল হয়ে পড়ব

ডাক্তারঃ তাহলে বুঝেন ও এই বয়সে ৫ কেজি ওজন শরীরে বেঁধে নিয়ে বেড়াচ্ছে তাহলে অর শরীর দুর্বল তো হবেই ?

মাঃ তাহলে স্যার ওকে কি খাওয়াব ? জোর করে খাওয়াইতে চাইলে খায় না !

ডাক্তারঃ হায়রে মা ! বললাম তো খাওয়াইতে হবে না বরং খাওয়া কমায়ে দিতে হবে (রাগ করে)

মাঃ স্যার সকালে ডিম অমলেট আর হরলিক্স খায় দুপুরে একপ্লেট ভাত খায় মাত্র আর রাতে সেই হরলিক্স আর অর বাবা অফিস থেকে ফেরার পথে ফলমুল যা আনে খায় আর কিচ্ছু খায় না স্যার !

ডাক্তারঃ আপনাকে কিভাবে বুঝাব ! দীর্ঘশ্বাস ফেলে । যান শুধু কম করে খাওয়াবেন আর কিছু না কেমন ?

মাও তাড়াতড়ি চলে যায় তার অনেক কাজ এমন ডাক্তারকে দেখাতে হবে যে খাওয়ার চাহিদা বাড়িয়ে দিবে পাশের বাড়ির ভাবির বাচ্চাটা কত সুন্দর খায় আর কি নাদুস নুদুস !ইউরোপের দেশগুলোতে বাবা মায়েরা বাচ্চা নিয়ে আসে কি করে বাচ্চার ওজন কমানো যায় কিভাবে খাওয়া কমানো যায় আর আমাদের দেশে বাবা মায়েরা আসে কি করে ওজন বাড়ানো যায় কিভাবে খাওয়া বাড়ানো যায় ? বড়ই সেলুকাস । অথচ তারা বুঝেনা ওজন বাড়ানোর মধ্যে ভালো কিছু নাই ।মায়েরা কত অবুঝ হয় শুনবেন ?

পেডিয়াট্রিক ডাক্তারদের একটা কমন কথোপকথন শোনাই

মাঃ স্যার বাচ্চাটা কিচ্ছু খায়না কি করি আর খালি বলে দুর্বল লাগে ?

ডাক্তারঃ না চার্ট অনুযায়ী এই বয়সে আর এই উচ্চতায় তার যে ওজন দরকার তার চেয়ে চেয়ে তার ওজন ৫ কেজি বেশী আছে ।

মাঃ কিন্তু দুর্বল লাগে যে ?

আচ্ছা আপনার শাড়িতে যদি ৫ কেজি ইট বেঁধে দেওয়া যায় তবে আপনি কি সহজভাবে সব কাজ করতে পারবেন নাকি একসময় দুর্বল হয়ে পড়বেন?

মাঃ দুর্বল হয়ে পড়ব

ডাক্তারঃ তাহলে বুঝেন ও এই বয়সে ৫ কেজি ওজন শরীরে বেঁধে নিয়ে বেড়াচ্ছে তাহলে অর শরীর দুর্বল তো হবেই ?

মাঃ তাহলে স্যার ওকে কি খাওয়াব ? জোর করে খাওয়াইতে চাইলে খায় না !

ডাক্তারঃ হায়রে মা ! বললাম তো খাওয়াইতে হবে না বরং খাওয়া কমায়ে দিতে হবে (রাগ করে)

মাঃ স্যার সকালে ডিম অমলেট আর হরলিক্স খায় দুপুরে একপ্লেট ভাত খায় মাত্র আর রাতে সেই হরলিক্স আর অর বাবা অফিস থেকে ফেরার পথে ফলমুল যা আনে খায় আর কিচ্ছু খায় না স্যার !

ডাক্তারঃ আপনাকে কিভাবে বুঝাব ! দীর্ঘশ্বাস ফেলে । যান শুধু কম করে খাওয়াবেন আর কিছু না কেমন ?

মাও তাড়াতড়ি চলে যায় তার অনেক কাজ এমন ডাক্তারকে দেখাতে হবে যে খাওয়ার চাহিদা বাড়িয়ে দিবে পাশের বাড়ির ভাবির বাচ্চাটা কত সুন্দর খায় আর কি নাদুস নুদুস !

বিষয়: বিবিধ

২১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File