সিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে '' নিরপেক্ষতার ফাঁদ ''
লিখেছেন লিখেছেন আবরার ০৯ জুলাই, ২০১৩, ০৩:১২:৪০ দুপুর
সিটি নির্বাচন গুলোতে আওয়ামী লিগের পরাজয় দেখে খুশী হওয়ার সুযোগ নেই । জয় -পরাজয় ২টা বিষয় মাথায় নিয়েই তারা মাঠে নেমেছে । বিএনপি কে আন্দোলনের রাস্তা থেকে নির্বাচনের রাস্তায় নিয়ে যাওয়াই আওয়ামী লীগের মুল উদ্দেশ্য । দেশের মানুষকে বুঝিয়ে দেয়া '' দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা প্রমানিত সত্য '' । তাই তত্ত্বাবোধায়ক সরকারের দাবীর কোন যুক্তি নেই । ৫ সিটিতে পরাজিত হয়েও তারা বসে নেই । তারা এই বার ঈদের পর পর ঢাকা সিটি নির্বাচনের তারিখ ঘোষনা করবে । তখন সরকার বিরোধী আন্দোলনের পরিবর্তে বিএনপি ক্ষমতার মোহে '' মেয়র মেয়র খেলায় '' সর্ব শক্তি নিয়োগ করবে । নির্বাচনের ৩/৪ দিন আগে হাইকোটে নির্বাচন বন্ধের দাবী জানিয়ে রিট হবে এবং আওয়ামী কোর্ট নেত্রীর '' নির্বাচন স্থগিত হুকুম '' পাঠ করে শুনিয়ে দিলে খুব অবাক লাগবে না । এই খেলা শেষ না হতেই ঘোষিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের দিন-ক্ষন ।
বিএনপি তখন চরম বেকায়দায় হাবুডুবু খাবে । এক পক্ষ বলবে জনমত আমাদের পক্ষে , বিজয় নিশ্চিত , সরকার গঠন ফাইনাল । অপর পক্ষ বলবে নির্বাচনেরর প্রশ্ন অবান্তর । ধিদ্বা -দ্বন্দ্ব -কলহ - বিবাদ এবং সিদ্ধান্তহীনতার চোরাবালিতে সাঁতার কাটবেন নেত্রী ।
আর আওয়ামী লিগ ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করে এনেছে । জনবিছিন্নতায় তাদের কিছু যায় আসে না । তাদের নির্বাচন দরকার নেই । ২শতাধিক আসন দরকার । ইতিমধ্যে '' আসন টেন্ডার ঘোষনা '' তলে তলে হয়ে গেছে । মি গাফফার চৌ রা নৌকা পাহাড়ের উপর দিয়ে চালানো শুরু করেছে । ৬/৭/১৩ তারিখে ইত্তেফাকে লেখা তার কলম দেখুন ।
আর যদি বিভিন্ন চাপের কারনে আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয় তাইলে '' সাংবিধানিক ক্ষমতা '' দেখিয়ে ২০২১ সাল পর্যন্ত বিনা নির্বাচনে ক্ষমতায় থেকে যাবেন ! মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্ন ভঙ্গ হয় না । যদিও শেখ মুজিব , শহীদ জিয়া , এরশাদ , ৯৬ সালে বেগম জিয়া , ২০০১ সালে শেখ হাসিনার '' স্বপ্ন ভঙ্গ '' হয়েছিল মারত্মকভাবে । তারা দেশকে নিয়ে ভাল - খারাপ অনেক স্বপ্ন দেখেছেন । কিন্তু বাস্তব রুপ দিতে পারেন নি । এত কিছু জেনেও জননেত্রীর স্বপ্ন দেখা বন্ধ হচ্ছে না ।
বিএনপির হাতে সময় নেই । সরকার খেলার জন্যে মাঠে বল ছেড়ে দিয়েছে । চেয়ে দেখুন মাঠে কিন্তু গোলপোস্ট নেই । রেফারী ১০০% ভাগ দলীয় । দয়া করে দর্শক হাসাবেন না । বল - এ কিক নয় । খুব জোরে রেফারীকে কিক মারুন । গোলপোস্ট বিহীন মাঠে রেফারীর নামা চরম অপঅরাধ । সে কিক খাওয়ারই যোগ্য । খেলার মত খেলুন । না পারলে মাঠ ছাড়ুন । '' ফাউল খেলবেন না '' ।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন