প্রকাশিত হয়েছে জনপ্রিয় ব্লগার ইক্লিপ্স-এর প্রথম উপন্যাস তুমি ছুঁয়ে যাও নীরবে
লিখেছেন লিখেছেন বইঘর ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১০:১৯ রাত
প্র কা শ কে র ক থা থে কে
তুমিই নারী, তুমিই রাণী! সৌন্দর্যের প্রতীক নারী। তাই তো প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অতুলনীয়। নারীর কোমল ছোঁয়ায় ভালোবাসা পূর্ণতা পায়, যদি সেখানে কোনো ছলনা না থাকে। প্রকৃত নারী-হৃদয়ের স্পর্শে বিকশিত ও শুভ্র হয় সফলতার গতিধারা, যার শুরুটা কঠিন হলেও ফলাফল হয় ঝর্ণা-ধারার মতো গতিময়, স্বচ্ছ ও মোহনীয়। এমনই এক মহৎ পেশায় নিয়োজিত মহীয়সী নারী উম্মে রুমান টুম্পা। [যিনি ব্লগ জগতে ইক্লিপ্স নামে পরিচিত]
ব্লগার উম্মে রুমান টুম্পা তথা ইক্লিপ্স টুডে ব্লগ, সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ, ফেইসবুক ছাড়াও এ দেশের মুসলমান তথা সর্বশ্রেণীর পাঠকের কাছে খুব পরিচিত একটি নাম। সম্মানিত পাঠকবর্গ তাঁর লেখা পছন্দ করেন মনে-প্রাণে। প্রকাশক হিসেবে আমরাও সেই গুণমুগ্ধকর পাঠকশ্রেণীর পছন্দ ও ভালোলাগা পেতে অত্যন্ত আগ্রহী ও আন্তরিক। নিঃসন্দেহে বইয়ের বিষয়ের পাশাপাশি লেখিকার এই পাঠকপ্রিয়তা আমাদের উৎসাহিত করেছে এই গ্রন্থ প্রকাশে।
পাঠকের ভালোলাগা ও ভালোবাসা আমাদের প্রকাশনার অগ্রযাত্রাকে আরো সহজ-সরল, মসৃণ, সাবলীল ও সুগম করবে- সর্বদা এই প্রত্যাশা আমাদের।
ক্ষয়ে যাওয়া সমাজে লোভ-লালসা, দায়িত্বজ্ঞানহীনতা, চতুরতা, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা কিভাবে ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, ধর্মকে, মানবতাকে, জাতিকে তিলে তিলে দগ্ধ করে, নিষ্পেষিত করে, হেয়প্রতিপন্ন করে, উম্মে রুমান টুম্পা তাঁর খুরধার লেখনীর মাধ্যমে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন এই সংপ্তি পাণ্ডুলিপির মাধ্যমে। আশা করি সমাজের সর্বস্তরের পাঠক তাঁর এই বইটি পড়ে উপকৃত হবেন। আর পাঠকের উপকৃতের মধ্যেই প্রস্ফুটিত হবে লেখকের সার্থকতা।
পরম করুণাময় আল্লাহ আমাদের সবার চেষ্টাকে কবুল করুন। সেই সঙ্গে আলোর পথের দিশারি উম্মে রুমান টুম্পার লেখার জগৎ আরো বিকশিত হোক, তাঁর জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সাহিত্যের সীমাহীন আকাশে- সর্বদা এই প্রত্যাশাই রইল। আমীন!!
বইয়ের নাম :
লেখক : উম্মে রুমান টুম্পা
প্রকাশক : বইঘর
প্রচ্ছদ : হা মীম কেফায়েত
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০১৫
পৃষ্ঠা সংখ্যা : ৮০
মুদ্রিত মূল্য : ১৬০
(মেলায় বিক্রয় মূল্য ১২০ টাকা)
প্রাপ্তি স্থান
অমর একুশে গ্রন্থমেলা ২০১৫
বইঘর
স্টল নং ১০৪, সোহরাওয়াদী উদ্যান
বাংলাবাজার
বইঘর
৪৩ ইসলামী টাওয়ার, ১১/১ বাংলাবাজার, ঢাকা।
ফোন : ০১৭১১৭১১৪০৯
এ ছাড়াও দেশের যে কোনো স্থান থেকে ঘরে বসে পেতে চাইলে রকমারী অথবা আমাদের বই ডটকম-এ যোগাযোগ করতে পারেন।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ জ্বি সত্যিই তাই , বিশেষ করে বাংলাদেশের দিকে আমরা যদি তাকাই ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশীর ভাগ সময়ই স্তাবকদের প্রশংসা পেয়ে পেয়ে নিজের মধ্যে আমি কি হনুরে একটা ভাব চলে এসেছে উনাদের ।
এসব লেখক টাইপের ব্লগারদের এই একটা সমস্যা যে সমালোচনা সহ্য করতে পারে না । তাই তারা তাদের লেখাগুলোকে বই আকারে চালায় । সেখানে তো তাকে আর ব্লগের মত সরাসরি সমালোচনা সইতে হবে না । উল্টো অটোগ্রাফ শিকারীদের মধু জালাতন সইতে হবে ।
আছে , ব্লগে এরকম কিছু ব্লগার আছে । যারা যৌক্তিক সমালোচনার সঠিক জবাব না দিয়ে হয় গালি গালাজ করেন বা ব্লক করেন ।
ইক্লিপ্স তাদেরই একজন ।
সাফল্য কামনা করছি তার প্রথম উপন্যাসের।
মন্তব্য করতে লগইন করুন